আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৮

স্টাফ রিপোর্টার

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বললেও ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আমার দেশকে জানান, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...