তিন জেলার শিক্ষকদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মত-বিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩: ৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এন আমানুল্লাহ বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ শুরু করেছে। সারাদেশে বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে। শিক্ষা ব্যবস্থার সংস্কারকাজ এগিয়ে নিতে হবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মিলনায়তনে আয়োজিত ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ।

কলেজ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন দপ্তরের পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক শেখ আনজাদ আলী, নেত্রকোনা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাকের হোসেন, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মালেকা বিলকিসসহ অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি ও কয়েকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধি। আমন্ত্রিত প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষাখাতে জিডিপির এত স্বল্প পরিমাণ বরাদ্দ বিশ্বের অন্য কোনো দেশে হয় না। শুধু শিক্ষায় বিনিয়োগ করে বিশ্বের অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে। তিনি ময়মনসিংহে আঞ্চলিক কেন্দ্র, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও আলাদা পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত