স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৯: ২৩

অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়। পঞ্চম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, মোঃ এনায়েতুর রহমান, মোঃ হাসনাইন, মোঃ ইলিয়াছ হোসেন, মোঃ বায়েজিত আহম্মেদ, মোঃ রাশেদুজ্জামান, মোঃ তৌকির আহম্মেদ প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এ সময় সংগঠনের সদস্য সচিব মোঃ রেজাউল হক বলেন, 'অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব গত ২৮ জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন, পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে।' কিন্তু দুঃখের বিষয়, এই ঘোষণার তিন মাস পর গত ১৯ মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মাত্র ১৫১৯টি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও করার জন্য মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শনের জন্য এবং ছাত্র-ছাত্রীর উপবৃত্তির জন্য চিঠি ইস্যু করে, যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে। কারণ, প্রায় ৯ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯টি মাদ্রাসার বেতন এবং উপবৃত্তির আওতায় আসলে আরো চরম বৈষম্য তৈরি হবে।

তিনি বলেন, 'আমরা চাই শিক্ষা উপদেষ্টা ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে এর যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন।' আমরা অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত