আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইবিতে ভর্তি কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি, ইবি
ইবিতে ভর্তি কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি প্রক্রিয়ায় কোটা পদ্ধতির বিরুদ্ধে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটার বিরোধিতা করে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, যে একদফা দাবিতে ছাত্রজনতা রাস্তায় নেমেছিল, সেই আন্দোলন ছিল কোটা সংস্কারের। এখন সেই পুরোনো পদ্ধতি আবার ফিরিয়ে আনতে চায় প্রশাসন, যা মেনে নেওয়া যায় না। আমরা চাই ভর্তিতে কেবল মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন হোক। প্রশাসন যদি কোটা বাতিল না করে, তাহলে আমরা প্রশাসন ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, গত ২১ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন A, B, C ও D ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করে। এরপরই শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন