দেশকে প্রস্তর যুগে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার: ইনকিলাব মঞ্চ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৮: ৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, দেশটাকে প্রস্তর যুগে নিয়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী এই অন্তর্বর্তী সরকার।

শনিবার বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি চকবাজারে যুবদল কর্মীর হাতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর দিয়ে পৈশাচিক হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রযন্ত্রের নীরবতা ও নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই বলছেন- আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। এটা নিছক কোনো রূপকথা নয়, বাস্তবতা। কারণ এই সরকার পুলিশ সংস্কার ও আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম মনোযোগ দেয়নি।

হাদি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা বহুবার পুলিশ সংস্কারের দাবি জানিয়েছে, কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে হাদি বলেন, ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ খুন হয়- আর তা মিডিয়ায় আসে তিনদিন পর! এটা কেমন সাংবাদিকতা?

তিনি দাবি করেন, দেশের সব গণমাধ্যমই ঘটনার খবর জানতো, কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেনি। কারণ, তারা ধরে নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এবং তখন তারা রাজনৈতিক অর্থনীতিতে অংশীদার হবে।

হাদি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে মিডিয়াগুলো দলীয় স্বার্থে কাজ করেছে, এখন সেই একই ভূমিকা পালন করছে বিএনপির পক্ষে। এটা যেন মিডিয়ার চরিত্র হয়ে দাঁড়িয়েছে- ক্ষমতার ধারাবাহিকতার সাথে নিজের অবস্থান বদলে ফেলা।

তিনি প্রশ্ন রাখেন, এক বছর ক্ষমতায় থেকেও অন্তর্বর্তী সরকার মিডিয়া সংস্কারে কী করেছে? তারা কয়টি নতুন মিডিয়া প্রতিষ্ঠা করেছে- যারা জুলাই বিপ্লবের ন্যারেটিভ নির্মাণ করতে পারে?

চকবাজারে বর্বর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যেখানে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ খুন হয়, সেখানেও পুলিশ মামলা নেয় না- যতক্ষণ না ভিডিও ভাইরাল হয়। এটা রাষ্ট্রযন্ত্রের সম্পূর্ণ ব্যর্থতা।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি দেখে মনে হচ্ছে, অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে দেশে একটি মাৎসন্যায় পরিস্থিতি তৈরি করছে, যার লক্ষ্য আরেকটি এক-এগারো বাস্তবায়ন।

অপরাধী ব্যক্তির দায়দায়িত্ব দল না নেওয়ার প্রবণতা নিয়েও সরব হন হাদি। তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় সংগঠন না নিলে কি দলের প্রধানকে নিজে এসে অপরাধ করতে হবে? এভাবে দায় এড়ানো চলতে পারে না।

তিনি প্রতিটি রাজনৈতিক দলকে দায়সারা আচরণ পরিহারের আহ্বান জানান এবং সামগ্রিকভাবে রাষ্ট্র, মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত