কুবি ভর্তি পরীক্ষা: ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিনিধি, কুবি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৩: ৫২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ‘এ’ ও ‘সি’ ইউনিটে পাসের হার যথাক্রমে ৩৪ দশমিক ৫ ও ৬৯ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, 'সি' ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। ২৩ এপ্রিল (বুধবার) থেকে 'এ' ও 'সি' ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (২৩ এপ্রিল) দুপুর ১২ টার পর ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়।

এবিষয়ে জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটি হলে ফল প্রকাশ করতে ২৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য অফিশিয়ালি ২৩ এপ্রিলের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল 'সি' ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭ হাজার ৬ শত ৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩শতাংশ। 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯ শত ৯৯জন। উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত