
প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগি রাখার দাবি জানানো হয়েছে। বিআরএফ ইয়ুথ ক্লাব নামের একটি সংগঠন এ দাবি আদায়ের লক্ষ্যে প্রায় চার হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করেছে।
সোমবার সকালে বিআরএফ ইয়ুথ ক্লাব চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ গণস্বাক্ষর হস্তান্তর করেন।
গণস্বাক্ষর জমা দেওয়ার সময় চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ উপস্থিত ছিলেন।
চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, ভীড়ের মধ্যে শাটল ট্রেনে ছেলেদের সাথে যাতায়াতে তারা অস্বস্তি বোধ করেন। অনেকে ব্যাড টাচের শিকার হয়েছেন। ছেলেদের সাথে দাঁড়িয়ে গাদাগাদি করে যাতায়াত করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। এমনকি কেউ কেউ এসব অস্বস্তি থেকে শাটল ট্রেনের পরিবর্তে ভিন্ন যানবাহন ব্যবহারের বিষয়টিও জানিয়েছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্য থেকে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবি এসেছে। বাংলাদেশে মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির বিষয়টি চালু আছে। ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, জাপান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির উদ্যোগটি প্রচলিত আছে। আমরা অবিলম্বে শাটল ট্রেনে মেয়েদের সংরক্ষিত বগি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব সংরক্ষিত বগির বিষয়ে জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের চার হাজারের অধিক শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবীর সাথে একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন।
উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চার হাজার শিক্ষার্থীর এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে। আমি বলবো, চাকসুর মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হোক। আশা করি একটা ভালো সমাধান আসবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগি রাখার দাবি জানানো হয়েছে। বিআরএফ ইয়ুথ ক্লাব নামের একটি সংগঠন এ দাবি আদায়ের লক্ষ্যে প্রায় চার হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করেছে।
সোমবার সকালে বিআরএফ ইয়ুথ ক্লাব চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ গণস্বাক্ষর হস্তান্তর করেন।
গণস্বাক্ষর জমা দেওয়ার সময় চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ উপস্থিত ছিলেন।
চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, ভীড়ের মধ্যে শাটল ট্রেনে ছেলেদের সাথে যাতায়াতে তারা অস্বস্তি বোধ করেন। অনেকে ব্যাড টাচের শিকার হয়েছেন। ছেলেদের সাথে দাঁড়িয়ে গাদাগাদি করে যাতায়াত করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। এমনকি কেউ কেউ এসব অস্বস্তি থেকে শাটল ট্রেনের পরিবর্তে ভিন্ন যানবাহন ব্যবহারের বিষয়টিও জানিয়েছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্য থেকে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবি এসেছে। বাংলাদেশে মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির বিষয়টি চালু আছে। ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, জাপান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির উদ্যোগটি প্রচলিত আছে। আমরা অবিলম্বে শাটল ট্রেনে মেয়েদের সংরক্ষিত বগি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব সংরক্ষিত বগির বিষয়ে জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের চার হাজারের অধিক শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবীর সাথে একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন।
উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চার হাজার শিক্ষার্থীর এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে। আমি বলবো, চাকসুর মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হোক। আশা করি একটা ভালো সমাধান আসবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে এ প্রস্তাব পাঠানো হয়েছে। একই প্রস্তাব অর্থ বিভাগেও পাঠানো হয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মাঝে। রোববার (৯ নভেম্বর) রেজিস্ট্রার কক্ষে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর গতকাল রোববার মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে।
৫ ঘণ্টা আগে
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (MIU) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ পাকিস্তানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেন্টাল হেলথ, হিউম্যান ডিগনিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: মিটিগেটিং গ্লোবাল সাইকোলজিক্যাল রিস্কস (MHHDCC 2025)’-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন।
১৫ ঘণ্টা আগে