ইবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬: ৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে বিজনেস ফ্যাকাল্টি হয়ে প্রশাসন ভবনে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাজিদের বন্ধু ইনসানুল ইমাম বলেন, সাজিদের লাশ উদ্ধারের পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রশাসন আমাদের ছয়দিনের কথা বলেছিলো কিন্তু আমরা এখনো কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখিনি। প্রশাসন এখন পর্যন্ত তদন্ত কমিটিতে ছাত্র প্রতিনিধি যুক্ত করে নাই। সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। যদি আমরা সামনেও প্রশাসনের গড়িমসি দেখতে পাই তাহলে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আজ আমরা আল কুরআন ও লিগ্যাল স্টাডিজ বিভাগের ডাকে এই কর্মসূচিতে সাজিদের মৃত্যুর সঠিক কারণ ও সুষ্ঠু তদন্তের সাপেক্ষে অপরাধীদের বিচারের দাবিতেই এক হয়েছি। আমি সকল শিক্ষার্থীদের আহ্বান করতে চাই, জুলাইয়ের মতো কাধে কাধ মিলিয়ে এক হয়ে যেভাবে ফ্যাসিস্ট পতন করিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা সাজিদ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার আদায় করে নেবো।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সাজিদের রহস্যজনক মৃত্যুর তদন্ত ও এর সঠিক বিচার নিয়ে একটা সেকেন্ডের জন্যও যেনো গড়িমসি করা না হয়। আমরা আপনাদেরকে দায়িত্বশীল মনে করে এই দায়িত্বটা দিয়েছি, সেটা পালন করুন। এটা আমাদের দাবি। জুলাইয়ের চেতনা থেকে আমরা শিখেছি দাবি কিভাবে আদায় করে নিতে হয়। আমরা আমাদের দাবিও বাস্তবায়ন করে ছাড়বো ইনশা আল্লাহ ।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ বলেন, সাজিদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলে ধরেছে আমরা ছাত্র সংগঠনরা সম্মতি জানিয়েছি। এমতাজ স্যারের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের কাছে আমাদের দাবি সাজিদের এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত করা হোক আর এটা যদি হত্যা হয় তাহলে দোষীদের অতিদ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সুষ্ঠু তদন্ত না হওয়া অব্দি আমরা এ আন্দোলন চালিয়ে যাবো তবে আমাদের আন্দোলন হবে ন্যায়ভিত্তিক, যৌক্তিক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত