বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে নির্বাচন দাবি অভিভাবক ঐক্য ফোরামের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলকলেজ-মাদ্রাসা পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) সংক্রান্ত প্রবিধানমালায় সভাপতি পদে অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচন দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

বিজ্ঞাপন

বুধবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি সংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে। প্রকাশিত গেজেটে ম্যানেজিং কমিটির প্রবিধানমালায় ' সভাপতি পদ' মনোনীত রেখে শুধুমাত্র চাকরিজীবীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটা অগ্রহণযোগ্য। সভাপতি পদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন দিতে হবে এবং আইনজীবী, বুদ্ধিজীবী,সমাজসেবী, শিল্পপতি ও ব্যবসায়ীদেরকে সভাপতি পদের জন্য অন্তর্ভুক্ত করতে হবে।

অভিভাবক নেতারা আরও বলেন, প্রকাশিত গেজেটে ম্যানেজিং কমিটি যদি অনিয়ম দুর্নীতি করে সেজন্য 'শাস্তির বিধান রাখা হয়নি। বিগত রাজনৈতিক দলের সরকারগুলোর আমলে ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যরা অবৈধ ভর্তি, নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের নামে নানাবিধ বাণিজ্য চালিয়ে শত শত কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করলেও প্রবিধানমালায় শাস্তির বিধান না থাকায় তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় বা কোন মামলা দাখিল করা যায়নি। একই কায়দায় সারা দেশে চলমান এডহক কমিটি বিভিন্ন খাত দেখায়ে লুটপাট ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর কোন ব্যবস্থা নাই।

অতএব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির প্রবিধানমালায় সভাপতিসহ সদস্যদেরকে শাস্তির আওতায় আনার জন্যই শাস্তির বিধান সংযোজন করা জরুরি। পাশাপাশি সারাদেশে চলমান এডহক কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত