
চট্টগ্রাম ব্যুরো

সময় রাত ১২টা ৩০ মিনিট৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মেশিনের মাধ্যমে চলছে ভোট গণনা৷ এমন সময় কয়েকশ শিক্ষার্থী বিবিএ অনুষদের অডিটোরিয়াম প্রবেশ করে। হঠাৎ করেই তারা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকে৷ এসময় আরও কয়েকশ শিক্ষার্থী স্লোগানের তালে সেখানে যোগ দেয়।
জানা গেছে, বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও বিকাল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয়৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে মেশিনের মাধ্যমে ভোট গণনা হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করায় ধীরে ধীরে ভোট গুণতে হচ্ছে দায়িত্বরত শিক্ষকদের। জানা যায়, রাত ২টা থেকে আড়াইটায় ভোটের ফলাফল ঘোষণা হতে পারে৷
এর আগে সন্ধ্যায় ছয়টায় শিবির প্যানেল সংবাদ সম্মেলন করে নানা ধরণের অভিযোগ আনেন। পরে ছাত্রদল প্যানেল সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রী সংস্থার বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলে৷ কিন্তু রাত বাড়তেই বিশ্ববিদ্যালয়ের বাইরে এক নম্বর গেইটে বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়৷ এসময় তারা মারমুখী অবস্থান নেয়।
তবে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সিঁড়িতে রাত আটটা থেকে ইসলামী গান ও দেশাত্মবোধক গানে ভোট গণনা কেন্দ্র পাহারা দিতে শুরু করে৷ পরে ছাত্রদল ও পাশাপাশি এসে অবস্থান নিলেও গানের কর্মসূচি দেয়নি৷ রাত এগারোটা থেকে শিবির ও ছাত্রদল একইসাথে গানের কর্মসূচি শুরু করে। দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলেও কোন ধরনের মারমুখী আচরণ দেখা যায়নি৷ কখনও ছাত্রদল কখনও শিবির স্লোগান দিতে থাকে।
রাত সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা বিবিএ অনুষদের অডিটোরিয়ামে জড়ো হতে থাকে৷ এসময় তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকে৷ এতে উত্তাল হয়ে ওঠে পুরো বিবিএ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলও একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাকসু ভবনের দিকে যাচ্ছে।

সময় রাত ১২টা ৩০ মিনিট৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মেশিনের মাধ্যমে চলছে ভোট গণনা৷ এমন সময় কয়েকশ শিক্ষার্থী বিবিএ অনুষদের অডিটোরিয়াম প্রবেশ করে। হঠাৎ করেই তারা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকে৷ এসময় আরও কয়েকশ শিক্ষার্থী স্লোগানের তালে সেখানে যোগ দেয়।
জানা গেছে, বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও বিকাল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয়৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে মেশিনের মাধ্যমে ভোট গণনা হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করায় ধীরে ধীরে ভোট গুণতে হচ্ছে দায়িত্বরত শিক্ষকদের। জানা যায়, রাত ২টা থেকে আড়াইটায় ভোটের ফলাফল ঘোষণা হতে পারে৷
এর আগে সন্ধ্যায় ছয়টায় শিবির প্যানেল সংবাদ সম্মেলন করে নানা ধরণের অভিযোগ আনেন। পরে ছাত্রদল প্যানেল সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রী সংস্থার বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলে৷ কিন্তু রাত বাড়তেই বিশ্ববিদ্যালয়ের বাইরে এক নম্বর গেইটে বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়৷ এসময় তারা মারমুখী অবস্থান নেয়।
তবে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সিঁড়িতে রাত আটটা থেকে ইসলামী গান ও দেশাত্মবোধক গানে ভোট গণনা কেন্দ্র পাহারা দিতে শুরু করে৷ পরে ছাত্রদল ও পাশাপাশি এসে অবস্থান নিলেও গানের কর্মসূচি দেয়নি৷ রাত এগারোটা থেকে শিবির ও ছাত্রদল একইসাথে গানের কর্মসূচি শুরু করে। দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলেও কোন ধরনের মারমুখী আচরণ দেখা যায়নি৷ কখনও ছাত্রদল কখনও শিবির স্লোগান দিতে থাকে।
রাত সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা বিবিএ অনুষদের অডিটোরিয়ামে জড়ো হতে থাকে৷ এসময় তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকে৷ এতে উত্তাল হয়ে ওঠে পুরো বিবিএ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলও একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাকসু ভবনের দিকে যাচ্ছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
৬ ঘণ্টা আগে
পাঁচ দফা দাবি আদায়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ
৯ ঘণ্টা আগে