চবিতে প্রোভিসিকে অবরুদ্ধ
জমির উদ্দিন ও আতিকুর রহমান চবি থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে ভোটের ফলাফল ঘোষণা ঘিরে উত্তেজনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার গভীর রাতে শুরু হয়ে টানা প্রায় দুই ঘণ্টা ধরে এই অবরুদ্ধ অবস্থার ঘটনা ঘটে আইটি ফ্যাকাল্টিতে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চাকসু নির্বাচনের সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণার পর কিছু প্রার্থীর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন প্রোভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন। একপর্যায়ে ছাত্রদল–সমর্থিত কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা প্রোভিসিকে লক্ষ্য করে উত্তেজিত স্লোগান দিতে শুরু করেন।
এরপর প্রোভিসিকে আইটি ফ্যাকাল্টির এক কক্ষে আটকে রাখা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সূত্র। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে অধ্যাপককে নিরাপদে বের করে আনেন। তবে এই সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, প্রোভিসিকে বের করে নেওয়ার সময় কয়েকজন ছাত্র গালাগালি করেন। প্রোভিসির সঙ্গে থাকা শিক্ষকদের উদ্দেশে গালিগালাজ ও অশালীন মন্তব্যও করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এভাবে একজন সিনিয়র শিক্ষককে অবরুদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে সহনশীলতার রাজনীতি ফিরতে শুরু করেছিল, কিন্তু এই ঘটনায় আমরা গভীরভাবে হতাশ।
ঘটনাটির নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার ভোরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, একটি ছাত্র সংগঠনের ধারাবাহিক গর্হিত আচরণের তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের সঙ্গে এমন আচরণের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। প্রতিটি ক্যাম্পাসে তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি হয়ে উঠতে চলেছে। শিক্ষার্থীরা এ কারণেই ব্যালটের মাধ্যমে তাদের লাল কার্ড দেখাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামের শিবির–সমর্থিত প্যানেল ২৬টির মধ্যে ২৪টি পদে জয় পেয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিব দুজনই সম্প্রীতি প্যানেলের। একমাত্র এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন, এক যুগ নিষ্ক্রিয় থাকার পর শিবির–সমর্থিত শিক্ষার্থীদের এমন একচেটিয়া বিজয় ক্যাম্পাসে নতুন এক শক্তির উত্থানের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, ছাত্রদলের একক বিজয় যদিও প্রতীকী, তাদের আচরণে অতীতের সহিংস রাজনীতির ছায়া ফিরে আসার আশঙ্কা তৈরি করছে।
একজন রাজনৈতিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চবির রাজনীতি সব সময়ই জাতীয় রাজনীতির প্রতিফলন। এক সময় ছাত্রলীগের নামে যেমন দাপট ছিল, এখন ছাত্রদল সেই একই পথে হাঁটছে। কিন্তু শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তারা এমন রাজনীতি চায় না।
চবি প্রক্টরিয়ার বডির এক সদস্য (নাম প্রকাশ করেনি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিক্ষকদের সঙ্গে অসম্মানজনক আচরণ মেনে নেওয়া হবে না। প্রশাসন এ বিষয়ে শূন্য সহনশীল নীতি অবলম্বন করবে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে চবি রাজনীতির ভারসাম্য বদলে যাচ্ছে। দীর্ঘ নিষ্ক্রিয়তার পর শিবির–সমর্থিত শিক্ষার্থীদের সংগঠিত প্রত্যাবর্তন যেমন নতুন বাস্তবতা তৈরি করেছে, তেমনি ছাত্রদলের আচরণ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে ভোটের ফলাফল ঘোষণা ঘিরে উত্তেজনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার গভীর রাতে শুরু হয়ে টানা প্রায় দুই ঘণ্টা ধরে এই অবরুদ্ধ অবস্থার ঘটনা ঘটে আইটি ফ্যাকাল্টিতে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চাকসু নির্বাচনের সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণার পর কিছু প্রার্থীর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন প্রোভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন। একপর্যায়ে ছাত্রদল–সমর্থিত কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা প্রোভিসিকে লক্ষ্য করে উত্তেজিত স্লোগান দিতে শুরু করেন।
এরপর প্রোভিসিকে আইটি ফ্যাকাল্টির এক কক্ষে আটকে রাখা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সূত্র। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে অধ্যাপককে নিরাপদে বের করে আনেন। তবে এই সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, প্রোভিসিকে বের করে নেওয়ার সময় কয়েকজন ছাত্র গালাগালি করেন। প্রোভিসির সঙ্গে থাকা শিক্ষকদের উদ্দেশে গালিগালাজ ও অশালীন মন্তব্যও করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এভাবে একজন সিনিয়র শিক্ষককে অবরুদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে সহনশীলতার রাজনীতি ফিরতে শুরু করেছিল, কিন্তু এই ঘটনায় আমরা গভীরভাবে হতাশ।
ঘটনাটির নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার ভোরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, একটি ছাত্র সংগঠনের ধারাবাহিক গর্হিত আচরণের তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের সঙ্গে এমন আচরণের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। প্রতিটি ক্যাম্পাসে তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি হয়ে উঠতে চলেছে। শিক্ষার্থীরা এ কারণেই ব্যালটের মাধ্যমে তাদের লাল কার্ড দেখাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামের শিবির–সমর্থিত প্যানেল ২৬টির মধ্যে ২৪টি পদে জয় পেয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিব দুজনই সম্প্রীতি প্যানেলের। একমাত্র এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন, এক যুগ নিষ্ক্রিয় থাকার পর শিবির–সমর্থিত শিক্ষার্থীদের এমন একচেটিয়া বিজয় ক্যাম্পাসে নতুন এক শক্তির উত্থানের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, ছাত্রদলের একক বিজয় যদিও প্রতীকী, তাদের আচরণে অতীতের সহিংস রাজনীতির ছায়া ফিরে আসার আশঙ্কা তৈরি করছে।
একজন রাজনৈতিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চবির রাজনীতি সব সময়ই জাতীয় রাজনীতির প্রতিফলন। এক সময় ছাত্রলীগের নামে যেমন দাপট ছিল, এখন ছাত্রদল সেই একই পথে হাঁটছে। কিন্তু শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তারা এমন রাজনীতি চায় না।
চবি প্রক্টরিয়ার বডির এক সদস্য (নাম প্রকাশ করেনি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিক্ষকদের সঙ্গে অসম্মানজনক আচরণ মেনে নেওয়া হবে না। প্রশাসন এ বিষয়ে শূন্য সহনশীল নীতি অবলম্বন করবে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে চবি রাজনীতির ভারসাম্য বদলে যাচ্ছে। দীর্ঘ নিষ্ক্রিয়তার পর শিবির–সমর্থিত শিক্ষার্থীদের সংগঠিত প্রত্যাবর্তন যেমন নতুন বাস্তবতা তৈরি করেছে, তেমনি ছাত্রদলের আচরণ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে।
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১ দিন আগে