আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসু নির্বাচনেও চলবে ক্লাস-পরীক্ষা, শীতকালীন ছুটি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত

প্রতিনিধি, জবি

জকসু নির্বাচনেও চলবে ক্লাস-পরীক্ষা, শীতকালীন ছুটি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। পাশাপাশি শীতকালীন ছুটির সময়সূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়—জকসু নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বিঘ্ন না ঘটিয়ে চলবে। চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া আসন্ন জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী সময়ে একাডেমিক ও পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শীতকালীন ছুটির সময় ও তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...