দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৫

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য বিশেষ আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে মাউশির পক্ষ থেকে।

বিজ্ঞাপন

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতেও একই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় এদিন হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, হামদ-নাত,দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। কারিগরি শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।

এর আগে গত মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য বিশেষ আয়োজনের নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি বা ৬ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে দিকনির্দেশনা।

এছাড়া দিনটিতে দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা এবং মহানবীর আদর্শ সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়। এটি ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। তাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ দিন উদযাপন করা প্রয়োজন বলে কর্তৃপক্ষের দাবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত