স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে হত্যার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় তিনি এ জিডি করেন। জিডির সঙ্গে ছাত্র ইউনিয়ন নেতার ফেসবুক পোস্ট, মন্তব্য, অভিযুক্তদের স্ক্রিনশট ও সাংগঠনিক পরিচয়ের প্রমাণ সংযুক্ত করেছেন।
অভিযুক্ত শাহরিয়ার ইব্রাহিম ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।
জিডিতে ফাইয়াজ উল্লেখ্য করেন, গত ২৭ মে তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম।
ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন করেন তিনি।
এর আগে একই পোস্টে তার সেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তার পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে।
ফাইয়াজের ভাষ্য, এই মন্তব্য তাকে এবং তার পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও এক শ্রেণির কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফের হেয় করছে এবং তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করছে।
এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে আবরার ফাইয়াজ তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে হত্যার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় তিনি এ জিডি করেন। জিডির সঙ্গে ছাত্র ইউনিয়ন নেতার ফেসবুক পোস্ট, মন্তব্য, অভিযুক্তদের স্ক্রিনশট ও সাংগঠনিক পরিচয়ের প্রমাণ সংযুক্ত করেছেন।
অভিযুক্ত শাহরিয়ার ইব্রাহিম ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।
জিডিতে ফাইয়াজ উল্লেখ্য করেন, গত ২৭ মে তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম।
ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন করেন তিনি।
এর আগে একই পোস্টে তার সেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তার পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে।
ফাইয়াজের ভাষ্য, এই মন্তব্য তাকে এবং তার পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও এক শ্রেণির কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফের হেয় করছে এবং তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করছে।
এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে আবরার ফাইয়াজ তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
১৬ মিনিট আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৪ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১১ ঘণ্টা আগে