আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবদুর রব হলে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির, এজিএস পদে ছাত্রদল

চট্টগ্রাম ব্যুরো
আবদুর রব হলে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির, এজিএস পদে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহীদ আবদুর রব হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।

এতে ভিপি ও জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন ৬৪৯ ভোট। অপরদিকে, শিবির ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয়ের পক্ষে ভোট পড়েছে ২৮২টি।

জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ৬৩৬ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ৫৪০ ভোটের বিপরীতে ৩৬৯ ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুন্না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন