ছাত্রদলের হল কমিটি, ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৯: ৪৯
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০: ৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এর পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে রোকেয়া হলে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় বিক্ষোভ মিছিল বের করে হলটির আবাসিক শিক্ষার্থীরা। পরে হলের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘আতিকা গেছে যে পথে, তোরা যাবি সেই পথে’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ও ‘আতিকার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ মতো স্লোগান দেন।

এদিকে ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তি থাকায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পদ দেওয়ায় অনেকে বলছেন, এটি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

এর আগে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বিপ্লবী ছাত্র পরিষদ। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামিম হাসান নেতৃত্ব দেন।

এসময় ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে হলে হলে ছাত্ররাজনীতির পুনরুদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত