শিক্ষাপ্রতিষ্ঠানের নানা কর্মসূচিতে জুলাই অভ্যুত্থান স্মরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২: ৩৪
ছবি: আমার দেশ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি ছুটি থাকলেও রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে পতিত আওয়ামী ফ্যাসিবাদের জুলুম-নির্যাতনের ভয়াবহ স্মৃতিচারণ করে আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিশেষ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো: খালিদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছিল-শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে অত্র অধিদপ্তরের ওয়েবসাইট: www.dshe.gov.bd এর লিংক থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সঙ্গে সংগতিপূর্ণ ডকুমেন্টারি সংগ্রহপূর্বক প্রযোজ্য দিন ও সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে দেখানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত