আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, জবি
চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘‘ছাত্রদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে”, “ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান” ইত্যাদি নানারকম স্লোগান দেন। বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশে ফ্যাসিস্ট শক্তির পদচারণা দিন দিন বেড়ে চলেছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য গভীর হুমকি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের যেকোনো স্থানে যদি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, তবে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্টদের দোসরেরা সারাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। শিক্ষার্থীদের ওপর হামলা এরই অংশ। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। কিন্তু এ সময়ে অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। তিনি আশঙ্কা প্রকাশ করেন, শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে যেকোনো সময় দেশজুড়ে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন