অতীশ দীপঙ্কর হলে ভিপি-জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২: ০৯
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২: ৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন। এ পদে তিনি পেয়েছেন ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী পেয়েছেন ৯০ ভোট।

অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট । একই পদে গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।

বিজ্ঞাপন

এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। একই পদে ছাত্র ফেডারেশন ও স্টুডেন্টস অ্যালয়েন্স ফর ডেমোক্রেসি সমর্থিত পলাশ দে পেয়েছেন ৬২ ভোট আর গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত জাকিরুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত