চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার রাত ২টার দিকে বেগম খালেদা জিয়া হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
এতে দেখা গেছে- ভিপি ও জিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে এই হলে এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ৬২২ ও সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ৩০৩ ভোট পেয়েছেন।
জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮১ ও শাফায়েত হোসেন (ছাত্রদল) ১৪৬ ভোট পেয়েছেন।
এজিএস সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ৩৭৬ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৫৩৬ ভোট পেয়েছেন।

