শাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭: ৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার আল্টিমেটাম দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্ভাব্য শিবির-সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার, সমন্বয়ক রিয়াজ রিমন, মাহবুবুল ইসলাম পবন, মুস্তাকিম বিল্লাহ, আবরার বিন সেলিম প্রমুখ।

মানববন্ধনে দেলোয়ার হোসেন শিশির আল্টিমেটাম দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করতে হবে। কোনো ধরনের ‘মুলা ঝুলানো’ চলবে না। এই শাবিপ্রবিতে নভেম্বরেই নির্বাচন হতে হবে এবং উৎসবমুখর পরিবেশে হতে হবে। কোনো ধরনের নির্বাচনী ষড়যন্ত্র কিংবা নির্বাচন বানচালের চেষ্টা সহ্য করা হবে না। যদি কেউ করতে চায়, এখানে সবার ফেস দেখে রাখেন। এখানে উপস্থিত সবাই সৈরাচার পতনের আন্দোলনের নেতৃত্বে ছিল। নতুন করে যদি কেউ সৈরাচার হতে চায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কথা বলতে চায়, আমাদেরকে চোখ রাঙাতে চায়, আমরা তাদের বলতে চাই, শিক্ষার্থীরা তাদেরকে দেখে নিবে। আগামী দুই দিনের মধ্যেই কোনো অজুহাত ছাড়াই রোডম্যাপ ঘোষণা করতে হবে।

পলাশ বখতিয়ার বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হলেও আমাদের শাবিপ্রবি এখনো তা আয়োজন করতে ব্যর্থ। যারা শাকসু বানচালের চেষ্টা করছে, তারা চায় না শিক্ষার্থীরা ক্ষমতায় আসুক কারণ এতে তাদের অন্যায়,অত্যাচার বাধাগ্রস্ত হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যে ছাত্রজনতা ২৪ সালের ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে, তারা অন্য কাউকেও ফ্যাসিস্ট হতে দেবে না। ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলেও এখনো রোডম্যাপ, তফসিল বা নির্বাচন কমিশন গঠন করতে পারেনি। আমরা মনে করি এটি শাকসু পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। যদি প্রশাসন শাকসু দিতে ব্যর্থ হয়, তবে তারা জাতীয় গাদ্দার হিসেবে প্রমাণিত হবে। প্রয়োজনে তাদের ক্ষমতা থেকেও সরিয়ে দেওয়া হবে।

এছাড়া অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে ৪৮ ঘণ্টার মধ্যে শাকসুর রোডম্যাপ ঘোষণার আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত