আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাদিক কায়েম

শাকসু নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে

আমার দেশ অনলাইন

শাকসু নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) ও বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষে আজ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের সাথে ডাকসু নেতৃবৃন্দের ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আমরা স্পষ্ট করেছি যে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, তা বজায় রাখা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের ৩ সপ্তাহ আগে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করার যেকোনো অপপ্রয়াস ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

বিজ্ঞাপন

আমাদের আলোচনার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে এবং তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

পাশাপাশি আমরা এসইউএসটির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। তারাও শাকসু নির্বাচন অবাধ, সুস্থ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আমরা চাই প্রতিটি প্রার্থী যেন তাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখেন এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল অংশীজন যেন পূর্ণ সহযোগিতা প্রদান করেন।

একটি নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস ও বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। এই নির্বাচন সফলভাবে বাস্তবায়ন হওয়ার মাধ্যমে জুলাই প্রজন্মই বিজয়ী হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...