আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় পঞ্চমুখ সিঙ্গাপুরের মন্ত্রী

বাসস

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় পঞ্চমুখ সিঙ্গাপুরের মন্ত্রী

সিঙ্গাপুরের সংস্কৃতি, কমিউনিটি ও যুব ও মানবসম্পদ সম্পর্কিত মন্ত্রী দীনেশ বসু দাশ সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)-এর প্রশংসা করেছেন। তিনি এ সংগঠনের দীর্ঘদিনের ভূমিকা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন, যা বাংলাদেশের ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে অবদান রেখেছে।

গত রোববার সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস এবং সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে দীনেশ বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে, এসবিএস বাংলাদেশের ও সিঙ্গাপুরের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করেছে, যা পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদার করেছে।’ আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসি সাহারিয়া এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ড. হামিদ রাজাক, এমপি।

উৎসবে উভয় দেশের ৪৫০-এর বেশি অতিথি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশী হস্তশিল্প প্রদর্শনী এবং কমিউনিটি রেকগনিশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।

এ উপলক্ষে সোসাইটির প্রধান প্রকাশনা রংধনু (দ্য রেইনবো)’র আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হয়, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক সৌহার্দ্য উদযাপন করে।

এসবিএস-এর সভাপতি অনুষ্ঠানকে স্মরণ করে বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণের মাধ্যমে, এসবিএস বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে একীভূত হওয়ার এবং সংস্কৃতির মধ্যে বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধি করার অঙ্গীকার পুনঃস্থাপন করছে।’

১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি চার দশকেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক বিনিময়, কমিউনিটি কল্যাণ ও দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন