আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সিলেট ব্যুরো

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

পর্তুগালের লিসবনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মাহবুবুল আলম। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাহবুবুল আলমের পর্তুগালে লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। কয়েক বছর থেকে লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।

পরিবারের বরাতে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসাপ্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মাহবুবুল আলম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন