ইসলামিক সোসাইটি অব কানাইঘাট ইউকের ২০২৫-২০২৭ সেশনের জন্য উপদেষ্টা পরিষদ, শুরা কাউন্সিল (ইসি কমিটি) ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি সাইয়িদ জামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া। এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা সালাহ উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সংগঠনের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নুরুর রহমান সায়েম, জালাল উদ্দিন বাবলু, মাওলানা জাকির হোসাইন মিল্লাত। সহ-সাধারণ সম্পাদক আশিকুল্লাহ আবিদ, সালেহ আকরাম, ফারুক আহমদ চৌধুরী। সহ-অর্থ সম্পাদক মাওলানা আলী আকবর।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হারিছ, সহ-সমাজ কল্যাণ মাও. দেলওয়ার হোসেন (বার্মিংহাম), আপ্যায়ন সম্পাদক হাফিজ সুহেল আহমেদ, শিক্ষা সম্পাদক রেজওয়ান আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক রুমান হাফিজ, অফিস সম্পাদক হাফিজ আব্দুর রহীম, ক্রীড়া সম্পাদক হাফিজ নাজিফ সাংস্কৃতিক সম্পাদক সুফিয়ান চৌধুরী, যুব সম্পাদক শাখাওয়াত হোসাইন সাজু, উলামা সম্পাদক হাফিজ মাওলানা ফরিদ উদ্দিন।
সংগঠনের উপদেষ্টা পরিষদ এ আছেন হাফিজ মাওলানা আবু সাঈদ, হাফিজ মাওলানা আবুল হোসেন খান, নাজিরুল ইসলাম, আফসার চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসাইন, জাহাঙ্গীর আলম, শামীম আহমেদ চৌধুরী, মখলিসুর রহমান, হাফিজ এখলাসুর রহমান, মাওলানা আমিনুর রশিদ, মাওলানা আবুল হাসনাত চৌধুরী এবং মাওলানা মাহবুবুর রহমান খান।
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদ বিজনেস সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সম্পাদক এবং অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

