গুগলের লোকাল গাইডসে ৮ বাংলাদেশি

প্রবাস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫: ৪৬

গুগল ম্যাপস উন্নয়নে অবদান রাখায় গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন আটজন বাংলাদেশি। জাপানের টোকিওতে ২৪ ও ২৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের নিয়ে গুগল আয়োজন করেছে এই মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলন।

এই সম্মেলনে অংশ নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন মো. শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো. সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী।

বিজ্ঞাপন

এ ছাড়া জাপানপ্রবাসী তৃষা ত্রিসু-ও এই সম্মেলনে অংশ নিয়েছেন। গুগলের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যয়ভার বহন করে আয়োজন করা এই সম্মেলনে গুগল ম্যাপস টিম তাদের সর্বশেষ প্রযুক্তি, ফিচার ও পরিকল্পনা তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে।

গুগল লোকাল গাইডস হলো একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গুগল ম্যাপে নতুন তথ্য যোগ।

ছবি-ভিডিও শেয়ার, রিভিউ প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে গুগল ম্যাপকে আরো সমৃদ্ধ ও তথ্যবহুল করে তুলছেন। বাংলাদেশি লোকাল গাইডরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো বিশ্বদরবারে তুলে ধরছেন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে তাদের এই অবদান প্রশংসনীয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত