খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আবহ ও সুসংগঠিত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় বার্মিংহামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী মুহাম্মাদ জাকির। পরে উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক শাখার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, “দীর্ঘ ৩৬ বছর ধরে খেলাফত মজলিস জাতি গঠনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। ইসলামপন্থীরা যদি এক থাকে, তবে জাতীয় স্বার্থে কেউ আঘাত হানতে পারবে না।”
তিনি আরও বলেন, বিগত বছরগুলোর লুটপাট, খুন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দেশের কল্যাণে নতুন রাষ্ট্রকাঠামো নির্মাণ অপরিহার্য। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য, পারস্পরিক সমঝোতা এবং অটল বিশ্বাস।
অধ্যাপক সালেহ বলেন, “জাতীয় সংকট মোকাবিলায় সমাজ, রাজনীতি ও জনসচেতনতার প্রতিটি ক্ষেত্রে আমাদের ঐক্যের বিকল্প নেই। বিভাজন ভুলে একসাথে কাজ করলে দেশ ও প্রবাসে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আ. ফ. ম. শুয়াইব। সঞ্চালনা করেন শাখার সহ-সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান।
সভাপতি তার বক্তব্যে বলেন, খেলাফত মজলিস জন্মলগ্ন থেকে সামাজিক ন্যায়বিচার, সুশাসন এবং কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসী কমিউনিটির সকলকে সংগঠনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেন, “প্রবাসী মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও জাতীয় দায়িত্ব পালনে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।”
বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির, যুক্তরাজ্য সাউথের নব নির্বাচিত সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল করিম মামরখানি ।
তারা প্রবাসে মুসলিম সমাজের শিক্ষা, নৈতিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নর্থের সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, লন্ডন মহানগরীর সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, বার্মিংহামের সহ-সভাপতি হাজি আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মুহাইমিন উসামা, বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল এবং যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাফত মজলিস দেশি-বিদেশি পরিমণ্ডলে দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও সমাজ সংশোধন ও জনকল্যাণে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মইনউদ্দিন ইকবাল, আল আমীন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ, বার্মিংহাম জামে মসজিদের ইমাম হাফেজ শাকির হুসাইন, অফিস সম্পাদক হাজী আব্দুশ শহীদ, সমাজকল্যাণ সম্পাদক হাজী বুরহান উদ্দীন, রেভুলেশন অব হিউম্যানিটির সভাপতি যুবনেতা নুফায়েজ রাইয়ান, আষ্টন শাখা সভাপতি হাজী তারেকুর রেজা চৌধুরী, হাজী আইয়ুব মিয়া, হ্যান্ডওয়ার্থ শাখা সভাপতি হাজী হান্নান উল্লাহ, হাজী সিরাজুল ইসলাম ভুঁইয়া, হাজী নজরুল ইসলাম, সাদেক লস্কর, হাজী আব্দুস সুবহান, হাজী আলতাফুর রহমান, হাফেজ মনজুর আহমেদ, ক্বারী আলী আমজেদ প্রমুখ।
বক্তারা খেলাফত মজলিসের আগামী দিনের পরিকল্পনা, সংগঠন শক্তিশালীকরণ, সমাজসেবামূলক কার্যক্রম এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

