বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।
গতকাল শুক্রবার বাদ মাগরিব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া মেলবোর্নে স্বেচ্ছাসেবক দল, ভিক্টোরিয়া শাখার উদ্যোগে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ফুটস ক্রে পার্ক ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, সংগঠনটির অস্ট্রেলিয়ার শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন, সংগঠনটির অস্ট্রেলিয়ার শাখার সদস্যসচিব জাহিদুর রহমানের নির্দেশনায় এ দোয়া মাহফিল হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সদস্যসচিব আব্দুল রবসহ স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন এলান, মামুন হোসেন, মির্জা সাইফুল, হাবিবুর রহমান হাবিব, খাইরুল সাদমান অংকন ও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক আরিফ খান, সদস্যসচিব আশিক মালেক বিপুলস, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ শিহান, তেলাল খান ও দেওয়ান মামুন।
নামাজ ও মিলাদ পরিচালনায় ছিলেন মাওলানা আজমল খান।
দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা ও হায়াতে তৈয়বা দানের দোয়া করেন।

