আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনুষ্ঠানে নেতারা

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

বকুল খান, স্পেন

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,মাদ্রিদ মহানগর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গত ৫জানুয়ারি রাতে বাংলা টাউন রেস্টুরেন্ট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল ও জাসাস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতারা বলেন, দেশনেত্রী,আপোষহীন নেত্রীর রাজনৈতিক দর্শন ছিলো সততা দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ। বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতি সোহেল আহমেদ সমসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও প্রধান বক্তা ছিলেন, সাধারণ সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া ও ইউনুস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,স্পেন বিএনপি নেতা, সৈয়দ মাসুদুর রহমান নাসিম,আকবর শেঠ,ছানুর মিয়া ছাদ,মাহফুজুল্লাহ খোকন, ইউসুফ আলী, স্পেন যুবদল নেতা মানিক বেপারীও শাহ আলম। মহানগর বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ,সহ সাধারণ সম্পাদক সাইদ মিয়া,বিএনপি নেতা শাফিন মজুমদার। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন,আকিল রহমান। শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন মনির আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন