সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকের সম্মানে সামিট পাওয়ারের ইফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২: ১৭
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২: ২০

পবিত্র রমজান মাসে সিঙ্গাপুরে বসবাসরত শ্রমিকদের সম্মানে সামিট পাওয়ার বাংলাদেশীসহ প্রায় ২০০ প্রবাসী শ্রমিকের সম্মানে ইফতার আয়োজন করে।

বিজ্ঞাপন

সম্প্রতি সামিট গ্রুপের সিঙ্গাপুরের একটি ডরমিটরিতে প্রবাসী শ্রমিকদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন- গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

এ ছাড়াও সামিটের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের উপহার দেওয়া শিক্ষার্থীদের হাতে তৈরি শুভেচ্ছা কার্ড এবং কারুশিল্পের পণ্য। সিঙ্গাপুরের দুটি স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থী এসব শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। শিশু শিক্ষার্থীদের পক্ষ থেকে জিইএসএসের শিক্ষকরা কার্ড ও কারুপণ্য হস্তান্তর করেন। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের এটা ছিল সিঙ্গাপুরে আয়োজিত প্রথম ইফতার অনুষ্ঠান।

গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান পিবিএম বলেন, বছরের পর বছর, সামাজিক দায়িত্ব সামিট গ্রুপের একটি মূলনীতি হিসেবে রয়েছে। সিঙ্গাপুরের বসবাসরত প্রবাসী শ্রমিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলাদেশী। এই বছর ইফতার আয়োজনের মাধ্যমে আমরা সেইসব সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের সম্মান জানানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এখানকার দুটি স্কুলের কিশোর ছাত্র-ছাত্রীরা যেভাবে সিঙ্গাপুরের প্রবাসী শ্রমিকদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তা দেখে আমি অভিভূত।

সামিট গ্রুপের মালিক মুহাম্মদ আজিজ খান, বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক, করোনা মহামারির সময় সিঙ্গাপুরের ডরমিটরিতে আইসোলেশনে থাকা বাংলাদেশী শ্রমিকদের সহায়তা করার জন্য ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) সম্মানে ভূষিত হন।

এই ইফতার আয়োজনে প্রবাসী শ্রমিকদের সম্মান জানানো সামিট গ্রুপের বাংলাদেশে অবকাঠামো খাত, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি, টেলিকমিউনিকেশনস, বন্দর ও আবাসন খাতে ব্যবসা আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত