বিনোদন ডেস্ক
হলিউডের শীর্ষস্থানীয় দুই বিখ্যাত তারকা ব্র্যাড পিট ও টম ক্রুজ। শেষবার ব্র্যাড-টমকে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়তে দেখা গিয়েছিল ২০০১ সালের ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে। তার আগে এই দুই তারকা একমাত্র একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের কাল্ট হরর-ফ্যান্টাসি ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে। এরপর আর তাদের একসাথে দেখা যায়নি।
এবার দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের সামনে একসঙ্গে হাজির হলেন হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। তবে কোন সিনেমায় নয়, লন্ডনের ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারের রেড কার্পেট সাক্ষী রইল এক কিংবদন্তি মুহূর্তের—একসঙ্গে দেখা গেল ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে। ঠিক তাতেই শেষ হল দর্শকের ২৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার।
দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন, করলেন পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন, আর চারপাশে ভিড় জমাল ক্যামেরার ফ্ল্যাশ—এ যেন হলিউডের দুই সুপারস্টারের হারিয়ে যাওয়া ব্রোম্যান্সের নতুন অধ্যায়।
এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম। সামাজিক যোগাযোগমাধ্যমে পিটের সঙ্গে ছবি শেয়ার করে এই তারকা অভিনেতা লিখেছেন, ‘চমৎকার সময় কাটলো আমার বন্ধুর সঙ্গে।’
দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, টম এবং ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই সঙ্গে দুজনেই এখন খবরের শিরোনামে। সেই পোস্টে দুজনের অগণিত ভক্তরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! এর আগে চলতি মাসের শুরুর দিকে ‘এফ-১’-এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন যে, তিনি আবার টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী।
গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। অন্যদিকে, ব্র্যাড পিট অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি ‘এফ-১’-এর জন্য বর্তমানে আলোচনায়।
হলিউডের শীর্ষস্থানীয় দুই বিখ্যাত তারকা ব্র্যাড পিট ও টম ক্রুজ। শেষবার ব্র্যাড-টমকে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়তে দেখা গিয়েছিল ২০০১ সালের ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে। তার আগে এই দুই তারকা একমাত্র একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের কাল্ট হরর-ফ্যান্টাসি ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে। এরপর আর তাদের একসাথে দেখা যায়নি।
এবার দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের সামনে একসঙ্গে হাজির হলেন হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। তবে কোন সিনেমায় নয়, লন্ডনের ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারের রেড কার্পেট সাক্ষী রইল এক কিংবদন্তি মুহূর্তের—একসঙ্গে দেখা গেল ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে। ঠিক তাতেই শেষ হল দর্শকের ২৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার।
দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন, করলেন পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন, আর চারপাশে ভিড় জমাল ক্যামেরার ফ্ল্যাশ—এ যেন হলিউডের দুই সুপারস্টারের হারিয়ে যাওয়া ব্রোম্যান্সের নতুন অধ্যায়।
এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম। সামাজিক যোগাযোগমাধ্যমে পিটের সঙ্গে ছবি শেয়ার করে এই তারকা অভিনেতা লিখেছেন, ‘চমৎকার সময় কাটলো আমার বন্ধুর সঙ্গে।’
দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, টম এবং ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই সঙ্গে দুজনেই এখন খবরের শিরোনামে। সেই পোস্টে দুজনের অগণিত ভক্তরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! এর আগে চলতি মাসের শুরুর দিকে ‘এফ-১’-এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন যে, তিনি আবার টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী।
গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। অন্যদিকে, ব্র্যাড পিট অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি ‘এফ-১’-এর জন্য বর্তমানে আলোচনায়।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৭ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে