বিনোদন ডেস্ক
ঐশ্বরিয়া রাই বচ্চন এমন একজন সুন্দরী অভিনেত্রী যাঁকে শুধু আমজনতাই পছন্দ করেন এমনটি নন, ইন্ডাস্ট্রির অনেক তারকাও তাঁর সৌন্দর্যে মুগ্ধ।
তাদের মধ্যে একজন রয়েছেন বলিউড অভিনেতা এবং হৃত্বিকের প্রাক্তন শ্যালক জায়েদ খান। তিনি ঐশ্বরিয়াকে এতই পছন্দ করতেন যে তার একটি ছবি লকার রুমে (গোপন ঘরে) রেখে দিয়েছিলেন।
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে জায়েদ খান বলেন, ‘অ্যাশ খুব পেশাদার এবং সুন্দরও ছিল। অ্যাশ যখন থেকে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন সেই তখন থেকে আমি ওঁর অনুরাগী ছিলাম। আমার লকার রুমে ওঁর ছবি ছিল। আমি ভাবতাম উনি কত সুন্দরী।’
জায়েদ খান বলেন, ‘যখন আমি একটি ছবির চিত্রনাট্য শুনেছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে অ্যাশ ছবিতে রয়েছেন। আমি তখন শুনেই বলেছিলাম হ্যাঁ, আমায় শুধু বলুন কোথায় সই করতে হবে।’
ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি একজন দুর্দান্ত সহ-অভিনেতা যাঁর সঙ্গে আপনি দিব্যি কাজ করতে পারেন। কারণ উনি জানেন কীভাবে আপনার সঙ্গে কাজ করতে হবে।’
ঐশ্বরিয়ার প্রশংসা করে হৃত্বিকের সাবেক শ্যালক বলেন ‘উনি যেন প্রাকৃতিক ফিল্টার। ঈশ্বর ওঁর মঙ্গল করুন। '
প্রসঙ্গত, 'শব্দ' ছবিতে জায়েদ ও ঐশ্বরিয়ার একসঙ্গে কাজ করেছেন। এই ছবিতে তাঁদের দুজনের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। এতে একটা ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ছিল। তবে ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
ঐশ্বরিয়া রাই বচ্চন এমন একজন সুন্দরী অভিনেত্রী যাঁকে শুধু আমজনতাই পছন্দ করেন এমনটি নন, ইন্ডাস্ট্রির অনেক তারকাও তাঁর সৌন্দর্যে মুগ্ধ।
তাদের মধ্যে একজন রয়েছেন বলিউড অভিনেতা এবং হৃত্বিকের প্রাক্তন শ্যালক জায়েদ খান। তিনি ঐশ্বরিয়াকে এতই পছন্দ করতেন যে তার একটি ছবি লকার রুমে (গোপন ঘরে) রেখে দিয়েছিলেন।
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে জায়েদ খান বলেন, ‘অ্যাশ খুব পেশাদার এবং সুন্দরও ছিল। অ্যাশ যখন থেকে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন সেই তখন থেকে আমি ওঁর অনুরাগী ছিলাম। আমার লকার রুমে ওঁর ছবি ছিল। আমি ভাবতাম উনি কত সুন্দরী।’
জায়েদ খান বলেন, ‘যখন আমি একটি ছবির চিত্রনাট্য শুনেছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে অ্যাশ ছবিতে রয়েছেন। আমি তখন শুনেই বলেছিলাম হ্যাঁ, আমায় শুধু বলুন কোথায় সই করতে হবে।’
ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি একজন দুর্দান্ত সহ-অভিনেতা যাঁর সঙ্গে আপনি দিব্যি কাজ করতে পারেন। কারণ উনি জানেন কীভাবে আপনার সঙ্গে কাজ করতে হবে।’
ঐশ্বরিয়ার প্রশংসা করে হৃত্বিকের সাবেক শ্যালক বলেন ‘উনি যেন প্রাকৃতিক ফিল্টার। ঈশ্বর ওঁর মঙ্গল করুন। '
প্রসঙ্গত, 'শব্দ' ছবিতে জায়েদ ও ঐশ্বরিয়ার একসঙ্গে কাজ করেছেন। এই ছবিতে তাঁদের দুজনের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। এতে একটা ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ছিল। তবে ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে