ওসমান হাদির মৃত্যুতে নড়ে ওঠেছে গোটা দেশ। নেমেছে শোকের ছায়া। তার ছাপ পড়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের পোস্টে। হাদিকে বীর বলে আখ্যায়িত করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে হাদিকে নিয়ে চমক লেখেন, শহীদ বীর শরীফ ওসমান হাদি। নামটি মনে রেখো বাংলাদেশ।
এর আগে গত শুক্রবার গুলিবিদ্ধ হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ চমকের মোবাইল ফোনে এ হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওইদিন চমক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, হাদি হয়ত ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এ স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
হত্যার হুমকি পাওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে বলেন, সকাল থেকে তার অনেক নম্বর থেকে কল আসছে। এ কারণে তিনি মোবাইল বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। তার ধারণা এবং অনেক শুভাকাঙ্ক্ষী তাকে বলেছে, তার জীবনের ওপর হুমকি দিয়েছে।
উল্লেখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গততাল বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

