আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসির আরো ২ বিচারকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

আইসিসির আরো ২ বিচারকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: মিডল ইস্ট মনিটর

আন্তর্জাতিক অপরাধ আদালতের আরো দুই বিচারকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, বিচারকরা ইসরাইলের সম্মতি ছাড়াই আইসিসির তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচার প্রচেষ্টায় সরাসরি জড়িত। খবর আল জাজিরার।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রধান মিত্র। গাজায় গণহত্যাকে সমর্থন করে ইসরাইলকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

রুবিও বিবৃতিতে বলেন, ‘আইসিসি ইসরাইলকে লক্ষ্য করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অব্যাহত রেখেছে, যা সবার জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।’

দখলদার ইসরাইলকে সমর্থন দেয়ার অংশ হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো মার্কিন সরকার। এ আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

সমালোচকরা সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে তদন্তকে ব্যাহত করতে পারে এবং প্রসিকিউটর, বিচারক এমনকি সাক্ষীদের ওপরও এর প্রভাব পড়তে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন