বিনোদন রিপোর্টার
বিরতি শেষে আবারো অভিনয়ের দুনিয়ায় ফিরছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। একজন পূর্ণ অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুকে নিয়েই তিনি আজ থেকে বেশ কয়েকবছর আগে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। কিন্তু মাঝে পারিবারিক সমস্যার কারণে অভিনয়ে থেকে বিরতি নেন তিনি। তবে এখন অভিনয়ে ফেরার জন্য পূর্ণ প্রস্তুত তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনির্মাতারও সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেসব কাজের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি।
পড়শী রুমী বলেন, ‘অনেক নাটকে অভিনয় করেছি। করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ। আবার বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি আমার।’
তবে পড়শী রুমীর মনে সুপ্ত বাসনা হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। তিনি বলেন, ‘এই মুহূর্তে কেন যেন প্রবল ইচ্ছে হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। চরিত্রটি হোক ছোট কিন্তু সেই চরিত্রটি যেন সিনেমার উল্লেখযোগ্য একটি চরিত্র হয়। আমি যেন মন দিয়ে অভিনয় করতে পারি চরিত্রটিতে। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না। কিন্তু খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। কারণ রূপালী পর্দার ব্যাপারটাই আসলে অন্যরকম। হয়ত বা আজ হোক কাল হোক আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন। কারণ এটা আমি মনে প্রাণে চাই।’
বেশ কয়েকবছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। প্রথমেই তিনি মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি মুশফিুকর রহমান গুলজারের ‘জোনাকি জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্মসাৎ’ নাটক সহ তপু খান, সাইদুর রহমান খোকনসহ আরো বেশ কয়েকজন নাট্যনির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন।
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’, কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি।
কামরুজ্জামানের পরিচালনায় পড়শী রুমী প্রথম ‘গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘ওয়েলফুড’, ‘বাহক’, ‘কনফিডেন্স সল্ট’, ‘প্রাণআরএফএল জগ’, ‘ট্রিট চকোলেট’, ‘ফ্রেশ চিনি’সহ আরো বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
বিরতি শেষে আবারো অভিনয়ের দুনিয়ায় ফিরছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। একজন পূর্ণ অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুকে নিয়েই তিনি আজ থেকে বেশ কয়েকবছর আগে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। কিন্তু মাঝে পারিবারিক সমস্যার কারণে অভিনয়ে থেকে বিরতি নেন তিনি। তবে এখন অভিনয়ে ফেরার জন্য পূর্ণ প্রস্তুত তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনির্মাতারও সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেসব কাজের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি।
পড়শী রুমী বলেন, ‘অনেক নাটকে অভিনয় করেছি। করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ। আবার বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি আমার।’
তবে পড়শী রুমীর মনে সুপ্ত বাসনা হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। তিনি বলেন, ‘এই মুহূর্তে কেন যেন প্রবল ইচ্ছে হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। চরিত্রটি হোক ছোট কিন্তু সেই চরিত্রটি যেন সিনেমার উল্লেখযোগ্য একটি চরিত্র হয়। আমি যেন মন দিয়ে অভিনয় করতে পারি চরিত্রটিতে। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না। কিন্তু খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। কারণ রূপালী পর্দার ব্যাপারটাই আসলে অন্যরকম। হয়ত বা আজ হোক কাল হোক আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন। কারণ এটা আমি মনে প্রাণে চাই।’
বেশ কয়েকবছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। প্রথমেই তিনি মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি মুশফিুকর রহমান গুলজারের ‘জোনাকি জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্মসাৎ’ নাটক সহ তপু খান, সাইদুর রহমান খোকনসহ আরো বেশ কয়েকজন নাট্যনির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন।
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’, কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি।
কামরুজ্জামানের পরিচালনায় পড়শী রুমী প্রথম ‘গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘ওয়েলফুড’, ‘বাহক’, ‘কনফিডেন্স সল্ট’, ‘প্রাণআরএফএল জগ’, ‘ট্রিট চকোলেট’, ‘ফ্রেশ চিনি’সহ আরো বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৭ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে