‘মেজর সিনহা’য় শাকিবের নায়িকা তিশা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৭: ০৭

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ঘটনাটি তখন সারা দেশে আলোড়ন তোলে। পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ড ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ২৬ বছরের ক্যারিয়ারে এটাই হবে প্রথমবারের মতো সেনাবাহিনীর চরিত্রে এবং ইউনিফর্মে তার উপস্থিতি।

শোনা যাচ্ছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তিনি সিনেমাতে অভিনয় করছেন একজন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন। সিনমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে। এরপর বাংলাদেশে হবে অন্যান্য দৃশ্যের শুটিং।

বিজ্ঞাপন

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি আছে। তবে তানজিন তিশা এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি কিছু জানি না। কেন নিউজ হচ্ছে, তাও জানি না। আমি জানলে আপনাদের জানাব।’

গল্পে বাস্তব ঘটনার প্রভাব থাকলেও এতে রয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনের সময় এজেন্টের মানসিক চাপ এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও পর্দায় তুলে ধরা হবে। শাকিব খানকে নিয়ে এটি হচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, শুটিং শুরু হবে সেপ্টেম্বরে এবং সিনেমাটি ডিসেম্বরেই একযোগে মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে ।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত