ফরিদা পারভীনের মৃত্যু, ফেসবুক পরিণত শোকবইয়ে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৫

দেশের প্রখ্যাত সংগীততারকা ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই লালনসম্রাজ্ঞী। একাধিকবার যেতে হয়েছিল আইসিইউতে। কিন্তু এবার আর ফিরলেন না তিনি। এই শিল্পী লালনের গান গেয়ে দর্শকমনে এমন একটি জায়গায় নিজেকে আসীন করেছিলেন, যা তার মৃত্যুর পর টের পাওয়া যাচ্ছে। সাধারণ ভক্ত-শ্রোতার পাশাপাশি ফরিদা পারভীনকে নিয়ে যে পরিমাণ শোবিজ তারকারা স্মৃতিচারণ করছেন, দোয়া করছেন, এমন উদাহরণ বিরল। ফরিদা পারভীনের মৃত্যুতে ফেসবুক যেন পরিণত হয়েছে শোকবইয়ে!

প্রখ্যাত নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘তিনি ছিলেন এক ভিন্ন ধারার। লালনের গানের একজন সত্যিকারের প্রতিভা। তার উত্তরাধিকার বেঁচে থাকবে। আল্লাহ তাকে চিরশান্তি দান করুন। আমিন। বিদায় ফরিদা পারভীন!’ দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আমাদের লালনগীতির কিংবদন্তি শিল্পী সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

বিজ্ঞাপন

ফরিদা পারভীনের প্রয়াণে অনেকের মতো শোকগ্রস্ত জনপ্রিয় সংগীতশিল্পী ফাহিমদা নবীও। শিল্পীর শেষ বিদায়ে ফাহমিদা নবীও তার ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেছেন। প্রায় এক যুগ আগে একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ দুই শিল্পী একত্রিত হয়েছিলেন। মেতে উঠেছিলেন আড্ডা আর খুনসুটিতে। সে সময়ের ছবিটি শেয়ার করে ফাহমিদা নবী লিখেছেন, ‘চলে গেলেন দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভিন (ইন্নালিল্লাহি … রাজিউন)।’এরপর তিনি লিখেছেনÑচলে যাবো সবাই একে একে, কেউ আগে, কেউ পরে। তার খুবই প্রিয় গান ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি সাধ আছে বলো’। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ‘লালনকন্যা’খ্যাত বরেণ্য শিল্পী ফরিদা পারভীন এই গানটির জন্য।

এরপর ফরিদাকে নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরলেন, ‘তার সঙ্গে যতবারই কাজ হয়েছে, দেখা হয়েছে, তাকে ভীষণ অনুভূতিপ্রবণ একজন মানুষ মনে হয়েছে। অন্তর্মুখী এই জাত শিল্পীকে শ্রদ্ধা জানাই।’সবশেষে তিনি লেখেন, ‘তার মোহিত কণ্ঠের সুরে সুরে তিনি রেখে গেছেন অগণিত ভক্ত-শ্রোতাকে। তিনি গানের মাঝে বেঁচে থাকবেন চিরকাল দর্শক-শ্রোতার অন্তরে। তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

ফরিদা পারভীনকে লালনগীতির সম্রাজ্ঞী বলা হলেও কয়েকজন শিল্পীকে বলা হয় ‘লালনকন্যা’। তাদের মধ্যে অন্যতম ক্লোজআপ তারকা বিউটি। তিনি একাধিক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের লালনগীতির সম্রাজ্ঞী, কিংবদন্তি শিল্পী, সাধক শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রজিউন)। আপনাকে হারানো এক অপূরণীয় ক্ষতি। ওপারে ভালো থাকবেন হে কিংবদন্তি। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।’

আরেক লালনকন্যা সালমা লিখেছেন, ‘চলে গেলেন আরেক কিংবদন্তিÑআমাদের ফরিদা পারভীন। আল্লাহ তাকে মাগফিরাত দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মোহসিন লিখেছেন, ‘চলে গেলেন ফরিদা আপা। অনন্তযাত্রা শান্তির হোক। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

জনপ্রিয় পপতারকা ফেরদৌস ওয়াহিদ লিখেছেন, ‘চলে গেলেন ফরিদা পারভীন। যতদিন বাংলাদেশের মানুষ গান শুনবে, ততদিন ফরিদা পারভীন মানুষের মাঝে হীরার টুকরোর মতো জ্বলজ্বল করবেন।’

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘আরেকজন কিংবদন্তি চলে গেলেন, আমাদের লালনগীতির রানি ফরিদা পারভীন, শান্তিতে ঘুমান।’

জিঙ্গেল কিং’খ্যাত রিপন খান লিখেছেন, ‘আপা চিরবিদায় নিলেন (ইন্নালিল্লাহি … রাজিউন।’

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘এভাবেই একে একে চলে যাবেন সবাই, চলে যাব আমরাও। শ্রদ্ধা ও দোয়া জানাই গুণী শিল্পী ফরিদা পারভিনকে।’ রবীন্দ্রসংগীতের সুপরিচিত শিল্পী অনিমা রায় লিখেছেন, ‘প্রিয় ফরিদা পারভীন আপা, আপনিও চলে গেলেন! অতল শ্রদ্ধা!’

এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা হে মহান শিল্পী। আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুণ। আমিন।’

স্বনামধন্য নাট্যকার ও চিত্রনাট্যকার জিনাত হাকিম ফরিদা পারভীনের কালজয়ী আধুনিক গানের লাইন লিখেছেন, ‘সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোনো গাঁয়ে। ওপারে ভালো থাকুন। থাকুন শান্তির চিরনিদ্রায়!’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনিন হাসান চুমকী লিখেছেন, ‘বাংলাদেশ আরো একজন রত্নকে হারাল (ইন্নালিল্লাহি … রাজিউন।’

সুপরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়... ওই পারেই চলে গেলেন তিনি। বিনম্র শ্রদ্ধা ফরিদা পারভীন। আপনাকে মনে পড়বে… আপনার গাওয়া লালনগীতিই শ্রেষ্ঠ। পরপারে শান্তিতে থাকবেনÑএই প্রার্থনা।’

গুণী অভিনেত্রী ফারজানা ছবি লিখেছেন, ‘কত ক্ষণস্থায়ী এই অমূল্য জীবন।’

আধুনিক গানের শিল্পী ও প্রখ্যাত গীতিকার মাজহারুল আনোয়ারের কন্যা দিঠী আনোয়ার লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি ফরিদা পারভিন আন্টি, লালনসম্রাজ্ঞী।’

মিডিয়াব্যক্তিত্ব শামীম শাহেদও ফরিদার গাওয়া ‘তোমরা ভুলেই গেছ মল্লিকা দি’র নাম।’ গানের কথার সঙ্গে মিলিয়ে লিখেছেন, ‘পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়..! আমরা আর কি পাব তাকে! মনটা খুবই খারাপ।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী স্বপ্নীল সজীব লিখেছেন, ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে…! প্রিয় ফরিদা আপা, আপনি ওপারে ভালো থাকবেন।’

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী লোপা হোসাইন অনেক পুরোনো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, দেশের বেশ কয়েকজন কিংবদন্তির কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আজ আমার সংগীতগুরুদের একজন আমাকে, আমাদের ছেড়ে চলে গেলেন চিরতরে, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাম (ইন্নালিল্লাহি … রাজিউন)। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ছবিটি ২০০১ সালের। আমি তখন ভিকারুননিসা নূন কলেজে অধ্যয়নরত। ম্যাম এসেছিলেন আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে। আমি আধুনিক গান ও লোকসংগীতে প্রথম আর রবীন্দ্রসংগীতে দ্বিতীয় হয়েছিলাম। আমার লালনগীতি শুনে ম্যাম আমাকে ডেকে নিয়ে খুব প্রশংসা করেছিলেন। ছবিটি সেই মুহূর্তের।’মঞ্চ ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মাহসীনা আক্তার লিখেছেন, ‘রেস্ট ইন পিচ।’

আমেরিকা প্রবাসী জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও টিভি অভিনেত্রী ঈপ্সিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আন্টি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘লালনকন্যা ফরিদা পারভীন আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। মহান মালিক তার আত্মাকে শান্তি প্রদান করুন; আমিন।’

আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।’

তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লেখেন, ‘লালনের গানের সঙ্গে আমার পরিচয় ফরিদা পারভীনকে শুনে শুনে। উনি হয়তো বাউল জীবনযাপন করতেন না; কিন্তু লালনের গানকে সারা বাংলাদেশ, এমনকি বিদেশেও পৌঁছে দিয়েছেন। ফরিদা পারভীনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘শ্রদ্ধা ও দোয়া। ওপারে ভালো থাকবেন...।’চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী গায়িকা ঝিলিক লিখেছেন, ‘ফরিদা পারভীন ম্যাম চলে গেলেন। দেশের সংগীত অঙ্গন থেকে সকল গুণীকে হারিয়ে ফেলছি আমরা।’

শিল্পী দেবলীনা সুর লিখেছেন, ‘কিছু বলার ভাষা নেই!’

ক্লোজআপ তারকা মেহরাব লিখেছেন, ‘কিংবদন্তি সুরসম্রাজ্ঞী শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাডামের প্রয়াণে বিনম্র শ্রদ্ধা (ইন্নালিল্লাহি … রাজিউন)।’

রবীন্দ্রসংগীত শিল্পী ফারহিন খান জয়িতা লিখেছেন, ‘আমাদের একজন ফরিদা পারভীন ছিলেন। বিদায় কিংবদন্তি। যাত্রা শুভ হোক...।’

মেধাবী অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘রেস্ট ইন পিচ ফরিদা পারভীন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত