সানিয়া সুলতানা লিজা, এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। আজ থেকে দুই বছর আগে লিজা আরটিভির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ‘আরটিভি ইয়াং স্টার’ সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার বিচারক হয়েছিলেন লিজা। সেই সময় তিনি শীর্ষ দশে যারা আসতে পেরেছিলেন, তাদের জন্য আগামীতে কাজ করবেন এমন প্রতিশ্রতি দিয়েছিলেন শিল্পীদের। লিজা তার সেই প্রতিশ্রুতি অনুযায়ীই এবার শীর্ষ দশ থেকে ছয়জনকে সঙ্গে নিয়ে একটি দেশের গান করেছেন। গানের শিরোনাম ‘আমরা সবাই বাংলাদেশ’।
গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা। গানের মূল শিল্পী লিজা। তার সঙ্গে এই গানের কণ্ঠ দিয়েছেন ইয়াং স্টার-এর অরিন্দল অন্তর, অনিক সুত্রধর, জাহিদ অন্তু, দীপান্তিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। আগামীকাল সন্ধ্যায় ‘লিজা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটির মিউজিক ভিডিওতে লিজাসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে যুক্ত হয়েছেন কবির বকুল ও ইমন সাহা।
নিজের স্বপ্নের একটি কাজ ‘আমরা সবাই বাংলাদেশ’ নিয়ে লিজা বলেন, ‘যেহেতু আমি আরটিভি ইয়াং স্টারের বিচারক হিসেবে কাজ করেছিলাম, তাই আমার নিজেরই দায়িত্ববোধের জায়গা থেকে ইয়াং স্টারের মেধাবী এই ছয়জন শিল্পীকে নিয়ে গানটি করা। সে ক্ষেত্রে শ্রদ্ধেয় বকুল ভাই এবং ইমন দাদা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। অনেক শ্রম দিয়েছে আমার ছোট ভাই শুভ এবং ইয়াং স্টারের সবাই খুব ভালো গেছে, সেইসাথে তারাও অনেক শ্রম দিয়েছে। বিজয়ের মাসেই দেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেই গানটি নিবেদন করছি। আশা করছি দেশের জন্য উৎসর্গকৃত এই গান সবাই আগ্রহ নিয়ে শুনবেন, ভালোলাগবে বকুল ভাইয়ের লেখা, ইমন দাদার সুর আর আমাদের গায়কী।’
গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘সত্যি বলতে কী এর আগেও আমি অনেক দেশের গান করেছি। কিন্তু এই গানের কথা একটু আলাদা, আলাদা এ কারণেই যে অল্পতে এই গানে অনেক কিছু বুঝানো হয়েছে। কথার কারণে সুরটা একটু চ্যালেঞ্জিং ছিলো যে কথার পারফেক্ট সুরটা আমি করতে পারবো কী না। আমি চেয়েছিলাম যে এমনই সুর করতে যেন নতুন প্রজন্মের কাছে এনার্জেনিটক কিছু হয়। সবাইতো এরইমধ্যে গানটি পছন্দ করেছে, আশা রাখছি সবাই গানটি পছন্দ করবে। যথারীতি লিজা খুব ভালো গেয়েছে।’

