ঢাবি সংবাদদাতা
সুরভীন চাওলা, বলিউড ও দক্ষিণী ফিল্মের নায়িকা। সিনেমায় কাজ করতে এসে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে তার। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন একাধিকবার। সম্প্রতি এমনই এক যৌন হেনস্তার অভিজ্ঞতা শেয়ার করলেন 'হেট স্টোরি'-খ্যাত নায়িকা।
সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’-এর প্রচারে একটি পডকাস্টে হাজির হন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানান, একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। বলিউড ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ংকর অভিজ্ঞতা আছে তার।
নাম প্রকাশ না করে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, ‘আমি তখন বিবাহিত। মিটিং ছিল ওই পরিচালকের সঙ্গে তার অফিসে। আলাপ-আলোচনার পর আমাকে গেট পর্যন্ত এগিয়ে দেন। আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি জানতে চাইলেন। মিটিং রুমের দরজা খুলতেই তিনি আমার দিকে ঝুঁকে পড়েন। আমাকে চুমু খেতে চান! আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিই। বলি, ‘আরে! তুমি কী করছো? সরো আমার সামনে থেকে!’ তারপর কোনো কথা না বলে হাঁটা দিয়েছিলাম।
এখানেই শেষ নয়। আরেকটি ঘটনা জানান অভিনেত্রী। বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালক সরাসরি না বললেও এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘একান্তে সময় কাটানোর’ প্রস্তাব দেন।
ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও 'কোডেড ল্যাঙ্গুয়েজে' তার অভিপ্রায় বুঝিয়ে দেন।
‘আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম— এই কথা বলতে চাইছেন তো, পরিচালক চান আমি তার সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত। ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনো দিন শরীরের বিনিময়ে কাজ নিইনি, নেবোও না’- বলেন সুরভীন।
সুরভীন চাওলা, বলিউড ও দক্ষিণী ফিল্মের নায়িকা। সিনেমায় কাজ করতে এসে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে তার। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন একাধিকবার। সম্প্রতি এমনই এক যৌন হেনস্তার অভিজ্ঞতা শেয়ার করলেন 'হেট স্টোরি'-খ্যাত নায়িকা।
সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’-এর প্রচারে একটি পডকাস্টে হাজির হন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানান, একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। বলিউড ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ংকর অভিজ্ঞতা আছে তার।
নাম প্রকাশ না করে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, ‘আমি তখন বিবাহিত। মিটিং ছিল ওই পরিচালকের সঙ্গে তার অফিসে। আলাপ-আলোচনার পর আমাকে গেট পর্যন্ত এগিয়ে দেন। আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি জানতে চাইলেন। মিটিং রুমের দরজা খুলতেই তিনি আমার দিকে ঝুঁকে পড়েন। আমাকে চুমু খেতে চান! আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিই। বলি, ‘আরে! তুমি কী করছো? সরো আমার সামনে থেকে!’ তারপর কোনো কথা না বলে হাঁটা দিয়েছিলাম।
এখানেই শেষ নয়। আরেকটি ঘটনা জানান অভিনেত্রী। বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালক সরাসরি না বললেও এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘একান্তে সময় কাটানোর’ প্রস্তাব দেন।
ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও 'কোডেড ল্যাঙ্গুয়েজে' তার অভিপ্রায় বুঝিয়ে দেন।
‘আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম— এই কথা বলতে চাইছেন তো, পরিচালক চান আমি তার সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত। ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনো দিন শরীরের বিনিময়ে কাজ নিইনি, নেবোও না’- বলেন সুরভীন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে