গান নিয়েই ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৯: ১৫

ইয়াসমিন লাবণ্য একাধারে একজন নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা। তার রয়েছে মিষ্টি একটা কণ্ঠ। তাই গান নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরইমধ্যে বৈশাখী টিভির ‘গোল্ডেন সং’এ গেয়েছেন তিনি ‘ভুলে গেছি সুর’, ‘না বলে এসেছি’, ‘চোখে চোখে কথা বলো’, ‘আমি যে তোমার কে’, ‘শ্রাবণ এ সন্ধ্যায়’ গানগুলো। শিগগিরই তার পর্বটা প্রচারে আসবে।

বিজ্ঞাপন

আবার এশিয়ান টিভি’র সরাসরি গানের অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক’-এ গেয়েছেন ‘ছিলে তুমি আঁধারে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘আবার কখন কবে’, ‘তুমি মিষ্টি করে’, ‘যে প্রেমে স্বর্গ থেকে’, ‘চোখে চোখে কথা বল’, ‘তোমার আকাশ দুটি’, ‘না বলে এসেছি’, ‘কে প্রথম কাছে এসেছি’ গানগুলো।

এছাড়াও মাছরাঙা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী’র বিশেষ একটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। সামনে আরো বেশ কয়েকটি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করবেন।

এছাড়াও রেকর্ডেড অনুষ্ঠানেও গান গাইবেন। লাবণ্য নিজেও চান গানে বেশি ব্যস্ত হয়ে উঠতে। কিন্তু নাচ এবং উপস্থাপনাও তাকে এতো ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে যে চাইলেও তিনি সেখান থেকে বেরিয়ে এসে শুধু গানে নিজেকে ব্যস্ত করে তুলতে পারবেন না।

লাবণ্য বলেন, ‘গান গাইতেই আমার বেশি ভালোলাগে। এই ভালোলাগাটা যে কেমন সেই অনুভূতি অল্প শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না। গানের কারণেই জীবনটা অনুভব করতে শিখেছি। তাই গানটাকেই বেশি গুরুত্ব দেই আমি সবসময়।’

লাবণ্য’র কণ্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় গান ছিল অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। লাবণ্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও ইউনিভার্সিটি অব ডেভলপম্যান্ট অলটারনেটিভ থেকে সঙ্গীতে মাস্টার্স করেছেন।

বুলবুল ললিতকলা একাডেমি থেকে আট বছরের নাচের কোর্স সম্পন্ন করার পর ২০১২ সাল থেকে ‘সৃষ্টি কালচারাল সেন্টার’-এ ভরত নাট্যমে প্রশিক্ষণ নিচ্ছেন। বেশকিছু সিনেমাতেও তিনি প্লে-ব্যাক করেছেন। উল্লেখ্য, লাবণ্য ২০১৫ সাল থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী (বর্তমানে) হিসেবে কর্মরত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত