• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> বিনোদন

মেহজাবীনের অফিসিয়াল বিবৃতি

ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৩: ২৯
logo
ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে

বিনোদন রিপোর্টার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৩: ২৯

২৭ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মেহজাবীন ও তার ভাই।

গ্রেফতারি পরোয়ানার পর যোগাযোগ করার চেষ্টা করা হলে, মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এ অভিনেত্রীর। পরে ফেসবুকে পোস্ট করে মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এই অভিনেত্রী। এবার সেই মামলার বিষয় নিয়ে ফেসবুকে অফিসিয়াল বিবৃতি দিলেন মেহজাবীন। বিবৃতিতে তিনি বলেন, প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয়ে যায় না। সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। এখনকার দিনে কাউকে অপমান করা, মানহানি করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে। এই ব্যক্তির যেই উদ্দেশ্যই থাকুক, আমার বা আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে সে যা-ই করতে চায়—আমি বিশ্বাস করি সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।

তার অফিসিয়াল বিবৃতি নিচে তুলে ধরা হলো— একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি, কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে আমার সঠিক ফোন নম্বর, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি।

তিনি দাবি করেন যে ২০১৬ সাল থেকে তিনি আমার সাথে “ব্যবসা” করছিলেন। কিন্তু—

১. কোনো যোগাযোগের প্রমাণ নেই

তিনি বলেন যে তিনি ২০১৬ সাল থেকে আমাকে ফেসবুকে মেসেজ দিতেন।

কিন্তু তিনি যা দেখাতে পারেননি

  • একটি মেসেজ যেটা তিনি আমাকে পাঠিয়েছিলেন মেসেজের, হোয়াটস্যাপ বা আমার নম্বরে,
  • কিংবা আমার পক্ষ থেকে একটি উত্তর,
  • এমনকি একটি স্ক্রিনশটও না।

২. তার পরিচয় অসম্পূর্ণ

তার সম্পূর্ণ পরিচয়পত্র এখনো জমা দেয়া হয়নি।

তার এনআইডি পর্যন্ত অনুপস্থিত।

৩. অভিযোগকারী ও তার আইনজীবী ফোন বন্ধ করে রেখেছেন

গতকাল খবর প্রকাশ হওয়ার পর থেকে

  • অভিযোগকারী তার ফোন বন্ধ করে রেখেছেন,
  • এমনকি তার আইনজীবীর নম্বরও বন্ধ।

৪. আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই

তিনি দাবি করেন যে তিনি আমাকে ২৭ লক্ষ টাকা দিয়েছেন

কিন্তু তিনি দেখাতে পারেননি—

  • কোনো ব্যাংক লেনদেন,
  • কোনো চেক,
  • বিকাশ লেনদেন,
  • কোনো লিখিত চুক্তি,
  • কোনো রশিদ,
  • কোনো সাক্ষী

কিছুই না।

একটি কাগজপত্রও নেই।

৫. ১১ ফেব্রুয়ারির ঘটনাটি সম্পূর্ণ প্রমাণহীন

তিনি দাবি করেন যে ১১ ফেব্রুয়ারি আমি তাকে চোখ বেঁধে হাতিরঝিল এর একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, আমার ছোট ভাইসহ আরও ৪–৫ জনকে নিয়ে।

গত নয় মাসে তিনি দেখাতে পারেননি

  • রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার এক সেকেন্ডেরও সিসিটিভি ফুটেজ,
  • কোনো সাক্ষী,
  • কোনো প্রমাণ,

কিছুই না।

হাতিরঝিল ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি-নিয়ন্ত্রিত এলাকা— তবুও তিনি একটি ছবি বা ভিডিও ফুটেজ দেখাতে পারেননি।

৬. গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি

এই নয় মাসে আমি পাইনি—

  • কোনো পুলিশ স্টেশনের ফোন কল,
  • কোনো কোর্টের নোটিশ বা ডকুমেন্ট।

একটি নোটিশ পেলেও আমি অনেক আগে থেকেই আইনি ব্যবস্থা নিতাম।

৭. আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল

এই মামলার কোনো ভিত্তি না থাকলেও, যখন জানতে পারলাম যে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তখন আমি আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছি— কারণ আমি আমাদের আইন ও নিয়ম মানি।

প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয়ে যায় না।

সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। এখনকার দিনে কাউকে অপমান করা, মানহানি করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে। এই ব্যক্তির যেই উদ্দেশ্যই থাকুক, আমার বা আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে সে যা-ই করতে চায়—আমি বিশ্বাস করি সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।

এর আগে পর্যন্ত আমি সবাইকে অনুরোধ করব— দয়া করে সহানুভূতিশীল হোন, দয়া করে মানবিক হোন, এবং কাউকে না জেনে কোনো মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং আমার দর্শকদের জন্য যে পরিমাণ পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে এসেছি, সেই পরিশ্রমের পরেও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে— এটাই সবচেয়ে দুঃখজনক।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

২৭ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মেহজাবীন ও তার ভাই।

গ্রেফতারি পরোয়ানার পর যোগাযোগ করার চেষ্টা করা হলে, মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এ অভিনেত্রীর। পরে ফেসবুকে পোস্ট করে মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এই অভিনেত্রী। এবার সেই মামলার বিষয় নিয়ে ফেসবুকে অফিসিয়াল বিবৃতি দিলেন মেহজাবীন। বিবৃতিতে তিনি বলেন, প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয়ে যায় না। সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। এখনকার দিনে কাউকে অপমান করা, মানহানি করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে। এই ব্যক্তির যেই উদ্দেশ্যই থাকুক, আমার বা আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে সে যা-ই করতে চায়—আমি বিশ্বাস করি সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।

বিজ্ঞাপন

তার অফিসিয়াল বিবৃতি নিচে তুলে ধরা হলো— একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি, কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে আমার সঠিক ফোন নম্বর, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি।

তিনি দাবি করেন যে ২০১৬ সাল থেকে তিনি আমার সাথে “ব্যবসা” করছিলেন। কিন্তু—

১. কোনো যোগাযোগের প্রমাণ নেই

তিনি বলেন যে তিনি ২০১৬ সাল থেকে আমাকে ফেসবুকে মেসেজ দিতেন।

কিন্তু তিনি যা দেখাতে পারেননি

  • একটি মেসেজ যেটা তিনি আমাকে পাঠিয়েছিলেন মেসেজের, হোয়াটস্যাপ বা আমার নম্বরে,
  • কিংবা আমার পক্ষ থেকে একটি উত্তর,
  • এমনকি একটি স্ক্রিনশটও না।

২. তার পরিচয় অসম্পূর্ণ

তার সম্পূর্ণ পরিচয়পত্র এখনো জমা দেয়া হয়নি।

তার এনআইডি পর্যন্ত অনুপস্থিত।

৩. অভিযোগকারী ও তার আইনজীবী ফোন বন্ধ করে রেখেছেন

গতকাল খবর প্রকাশ হওয়ার পর থেকে

  • অভিযোগকারী তার ফোন বন্ধ করে রেখেছেন,
  • এমনকি তার আইনজীবীর নম্বরও বন্ধ।

৪. আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই

তিনি দাবি করেন যে তিনি আমাকে ২৭ লক্ষ টাকা দিয়েছেন

কিন্তু তিনি দেখাতে পারেননি—

  • কোনো ব্যাংক লেনদেন,
  • কোনো চেক,
  • বিকাশ লেনদেন,
  • কোনো লিখিত চুক্তি,
  • কোনো রশিদ,
  • কোনো সাক্ষী

কিছুই না।

একটি কাগজপত্রও নেই।

৫. ১১ ফেব্রুয়ারির ঘটনাটি সম্পূর্ণ প্রমাণহীন

তিনি দাবি করেন যে ১১ ফেব্রুয়ারি আমি তাকে চোখ বেঁধে হাতিরঝিল এর একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, আমার ছোট ভাইসহ আরও ৪–৫ জনকে নিয়ে।

গত নয় মাসে তিনি দেখাতে পারেননি

  • রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার এক সেকেন্ডেরও সিসিটিভি ফুটেজ,
  • কোনো সাক্ষী,
  • কোনো প্রমাণ,

কিছুই না।

হাতিরঝিল ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি-নিয়ন্ত্রিত এলাকা— তবুও তিনি একটি ছবি বা ভিডিও ফুটেজ দেখাতে পারেননি।

৬. গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি

এই নয় মাসে আমি পাইনি—

  • কোনো পুলিশ স্টেশনের ফোন কল,
  • কোনো কোর্টের নোটিশ বা ডকুমেন্ট।

একটি নোটিশ পেলেও আমি অনেক আগে থেকেই আইনি ব্যবস্থা নিতাম।

৭. আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল

এই মামলার কোনো ভিত্তি না থাকলেও, যখন জানতে পারলাম যে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তখন আমি আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছি— কারণ আমি আমাদের আইন ও নিয়ম মানি।

প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয়ে যায় না।

সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। এখনকার দিনে কাউকে অপমান করা, মানহানি করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে। এই ব্যক্তির যেই উদ্দেশ্যই থাকুক, আমার বা আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে সে যা-ই করতে চায়—আমি বিশ্বাস করি সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।

এর আগে পর্যন্ত আমি সবাইকে অনুরোধ করব— দয়া করে সহানুভূতিশীল হোন, দয়া করে মানবিক হোন, এবং কাউকে না জেনে কোনো মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং আমার দর্শকদের জন্য যে পরিমাণ পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে এসেছি, সেই পরিশ্রমের পরেও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে— এটাই সবচেয়ে দুঃখজনক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

বিনোদনঅভিনেত্রীমেহজাবীন চৌধুরী
সর্বশেষ
১

যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল

২

হাসিনার রায়ে উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

৩

হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে স্বাভাবিক জনজীবন

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

৫

গণহত্যায় হাসিনা-কামালের মৃত্যুদণ্ড

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

দেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। গায়িকার পাশাপাশি সুরকার হিসাবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ১৮টি ভাষায় দশ হাজারেরও বেশি গান!

৩ ঘণ্টা আগে

মেলোডির রানী রুনা লায়লার জন্মদিন আজ

আজ বিশ্বনন্দিত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিন যথারীতি পারিবারিক আয়োজনেই উদযাপিত হবে বলে জানালেন গুণী এই সঙ্গীতশিল্পী। বিগত বেশ কয়েকবছর যাবৎ রুনা লায়লার জন্মদিনকে ঘিরে এই প্রজন্মের শিল্পীদের বিশেষ বিশেষ পরিকল্পনা থাকে।

৩ ঘণ্টা আগে

রুনা লায়লার গান দিয়ে সিজন-৩এর ইতি টানছে কোক স্টুডিও বাংলা

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সুফি গান ‘মাস্ত কালান্দার’-এর এক নতুন উপস্থাপনার মাধ্যমে সিজন-৩-এর ইতি টানতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা। উপমহাদেশের জনপ্রিয় সুফি গানটির একটি সমসাময়িক পরিবেশনা গেয়েছেন বাংলাদেশের সংগীত আইকন রুনা লায়লা।

১৯ ঘণ্টা আগে

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। আজ, রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

২১ ঘণ্টা আগে
ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে

ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

মেলোডির রানী রুনা লায়লার জন্মদিন আজ

মেলোডির রানী রুনা লায়লার জন্মদিন আজ

রুনা লায়লার গান দিয়ে সিজন-৩এর ইতি টানছে কোক স্টুডিও বাংলা

রুনা লায়লার গান দিয়ে সিজন-৩এর ইতি টানছে কোক স্টুডিও বাংলা