বিশেষ প্রতিনিধি
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। অভিনেত্রীর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে নেটিজেনরা স্ট্যাটাস ও কমেন্ট করছেন, তেমনি এর মধ্যে অভিনেত্রী তিশাকে জড়িয়ে সংস্কৃতি উপদেষ্টার প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ। বিষয়টিকে রাজনৈতিক রূপও দিতে দেখা গেছে।
যেমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’
রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ফারিয়াকে নিয়ে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন, আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’
ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয়শিল্পীরাও। অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, ‘তিনি অভিনেত্রী। তাঁর কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ তিনি করবেন; এই তাঁর কাজ। আমার ধারণা, তিনি রাজনীতি–সচেতনও নন। এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি।’
নুসরাত ফারিয়া আটকের পর থেকেই অনেকে সামাজিক মাধ্যমে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরে ওই একই বায়োপিকে সংস্কৃতি উপদেষ্টার মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় করার প্রসঙ্গটিও তুলেছেন। অনেকেই প্রশ্ন করেন, ফারুকীর জন্যই কি বেঁচে গেলেন তিশা? ওই সিনেমায় মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করেন তিশা।
অবশ্য আজ বুধবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, ‘... ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি।’
‘কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।’
তবে ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে।’
ফারিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘কারো বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেওয়া যায় না। তার নামে মামলা থাকলে কী করবেন। যদি ছাইড়া দেন, আপনিই বলবেন ছাইড়া দিয়েছেন। বিদেশযাত্রায় নিষেধ আছে কিনা, একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের...’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। অভিনেত্রীর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে নেটিজেনরা স্ট্যাটাস ও কমেন্ট করছেন, তেমনি এর মধ্যে অভিনেত্রী তিশাকে জড়িয়ে সংস্কৃতি উপদেষ্টার প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ। বিষয়টিকে রাজনৈতিক রূপও দিতে দেখা গেছে।
যেমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’
রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ফারিয়াকে নিয়ে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন, আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’
ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয়শিল্পীরাও। অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, ‘তিনি অভিনেত্রী। তাঁর কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ তিনি করবেন; এই তাঁর কাজ। আমার ধারণা, তিনি রাজনীতি–সচেতনও নন। এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি।’
নুসরাত ফারিয়া আটকের পর থেকেই অনেকে সামাজিক মাধ্যমে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরে ওই একই বায়োপিকে সংস্কৃতি উপদেষ্টার মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় করার প্রসঙ্গটিও তুলেছেন। অনেকেই প্রশ্ন করেন, ফারুকীর জন্যই কি বেঁচে গেলেন তিশা? ওই সিনেমায় মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করেন তিশা।
অবশ্য আজ বুধবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, ‘... ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি।’
‘কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।’
তবে ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে।’
ফারিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘কারো বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেওয়া যায় না। তার নামে মামলা থাকলে কী করবেন। যদি ছাইড়া দেন, আপনিই বলবেন ছাইড়া দিয়েছেন। বিদেশযাত্রায় নিষেধ আছে কিনা, একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের...’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩৩ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে