হাবিব মোস্তফার সুরে ইভার ‘ঘুমপাড়ানি’ গান

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮: ২০

পাওয়ার ভয়েজখ্যাত সুকণ্ঠী গায়িকা ‘ইসমত আরা ইভা’ ইতিমধ্যে তার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে শক্তিশালী আসন গড়েছেন। অন্যদিকে ‘হাবিব মোস্তফা’ মরমি গান, সুফি গান, ফোক গানের রচয়িতা-সুরকার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

‘হাবিব মোস্তফা’র সুরে ইভা ইতোমধ্যে একাধিক প্রেমের গান করলেও এবারই প্রথম তিনি একটি ‘ঘুমপাড়ানি’ গান নিয়ে হাজির হলেন। কবি হাবিবা বেগমের রচনায় এই গানের সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

বিজ্ঞাপন

নান্দনিক ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। হাবিব মোস্তফা বলেন, ‘বাংলা গানের ভাণ্ডার বিশাল। তবে আধুনিক প্রেমের গান কিংবা মডার্ন ফোক গানের রাজত্বে শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক কোনো গান ইদানীং তৈরি হচ্ছে না।

একজন সুরকার হিসেবে নিজের মধ্যে, কোমলমতি শিশুদের মনের খোরাক জোগানোর তাগিদ থেকে এই গানটির সৃষ্টি হলো। আমার বিশ্বাস, শিশুদের পাশাপাশি বড়দের শ্রুতিতেও স্বস্তি দেবে এই গান।’

গানটি সম্পর্কে ইসমত আরা ইভা বলেন, ‘গান সিলেকশনের বিষয়ে আমি বেশ সতর্ক। একজন শিল্পী হিসেবে ভালো কথা ও সুরের গানের জন্য সব সময় আমি উৎকর্ণ থাকি।

ঘুমপাড়ানি গানের কথা ও সুর শুনে মনে হয়েছে: অনেক সুন্দর একটি সৃষ্টিতে যুক্ত হবার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আমি আমার মনের মাধুরী মিশিয়ে গানটি গেয়েছি। আশা করি শ্রোতাদের তা ভালো লাগবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

হিন্দুস্তান টাইমসকে হাসিনা: অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভু'ল ছিল

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত