বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ১৯৭৫। ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউড ইতিহাস। ‘ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণের ডাকাত ধরার গল্প বলিউডের নতুন ইতিহাস রচনা করে। সেই সিনেমা ‘শোলে’ মুক্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে চলতি বছর। ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত হিন্দি এই সিনেমাটি মুক্তির ৫০ বছর পর আবার বড় পর্দায় আসছে।
১৯৭৫ সালে রমেশ সিপ্পির নির্মিত এই কালজয়ী সিনেমা এবার পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। এতে রয়েছে সিনেমার আসল শেষাংশ ও কিছু বাদ দেওয়া দৃশ্য। নতুন এই সংস্করণটি ইতালির বোলোনিয়ায় বৃহস্পতিবার ইল সিনেমা রিট্রোভাতায় প্রথমবার দেখানো হয়।
সালিম-জাভেদ এই ছবির কাহিনিকার। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরী, সঞ্জীব কুমার ও ‘গব্বর সিং’ চরিত্রে আমজাদ খান। এর কাহিনি পশ্চিমা ও জাপানি সিনেমার আদলে পুরোপুরি ভারতীয় আবহে তৈরি।
২০৪ মিনিটের এই ছবিটিতে ভালো-খারাপের চিরায়ত লড়াই দেখানো হয়েছে। রামগড় নামের এক কাল্পনিক গ্রামে দুই চোর—জয় ও বীরুকে ডাকাত গব্বর সিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়োগ দেন এক সাবেক পুলিশ সদস্য। তার নাম ঠাকুর বলদেব সিং।
মুক্তির পর ‘শোলে’ মুম্বাইয়ের মিনার্ভা হলে টানা পাঁচ বছর চলে। সিনেমাটি বিবিসি ইন্ডিয়ার জরিপে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এটিকে ভারতের সেরা সিনেমা ঘোষণা করে। এই সিনেমার গান ও সংলাপের ক্যাসেট ও রেকর্ড অর্ধমিলিয়নের বেশি বিক্রি হয়েছিল। এটি শুধু একটি সিনেমা নয়, বরং হয়ে উঠেছে সংস্কৃতির প্রতীক। এর সংলাপ বিয়েতে বলা হয়, রাজনীতিতে ব্যবহার করা হয়, এমনকি বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়।
ধর্মেন্দ্র বলেছেন ‘শোলে’ বিশ্বের অষ্টম আশ্চর্য। অমিতাভ বচ্চন বলেছেন, ‘এই সিনেমা শুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে, তবে এটা আমার জীবনের এক স্মরণীয় সময় ছিল।’ শিবেন্দ্র সিং দুংগারপুর জানান, এবারকার সংস্করণই সবচেয়ে আসল ও সম্পূর্ণ। এখানে মূল শেষাংশ ও বাদ দেওয়া দৃশ্যগুলো রয়েছে।
প্রথমে সিনেমার শেষাংশে ঠাকুর গব্বরকে হত্যা করতো। কিন্তু সেন্সর বোর্ড এতে আপত্তি করে। তারা মনে করেছিল সাবেক একজন পুলিশ এভাবে আইন নিজের হাতে নিতে পারে না। ওই সময় দেশে জরুরি অবস্থা চলছিল, তাই সেন্সরের নিয়ম ছিল কড়া। শেষে রমেশ সিপ্পি সিনেমার শেষাংশ পরিবর্তন করেন। দেখান, গব্বর ধরা পড়ে, মারা যায় না। তারপরই সিনেমাটি সেন্সরের ছাড়পত্র পায়।
‘শোলে’ সিনেমার পুরোনো প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল। ক্যামেরার নেগেটিভও অনেক খারাপ ছিল। ২০২২ সালে রমেশ সিপ্পির ছেলে শহজাদ সিপ্পি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে পাওয়া যায় ছবির মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ।
এরপর যুক্তরাজ্য থেকেও কিছু রিল পাওয়া যায়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও ইতালির লা ইমাজিনে রিট্রোভাতার সাহায্যে ছবির সব অংশ জোড়া লাগানো হয়। এমনকি এই সিনেমায় ব্যবহৃত আসল ক্যামেরাটিও উদ্ধার করা হয়।
প্রথম মুক্তির সময় ‘শোলে’ তেমন প্রশংসা পায়নি। অনেক সমালোচক সিনেমাটি ব্যর্থ বলেছিলেন। ইন্ডিয়া টুডে এটিকে বলেছিল ‘নিভে যাওয়া কয়লা।’
ফিল্মফেয়ারের এক লেখক বলেছিলেন, ‘এটি না ঠিক ভারতীয়, না ঠিক পশ্চিমা।’
প্রথম সপ্তাহে হলে দর্শক ছিল নীরব। অনুপমা চোপড়া তার বইয়ে লিখেছেন, ‘দর্শকরা চুপচাপ বসে থাকতেন। হাসি, কান্না, হাততালি কিছুই ছিল না।’ তৃতীয় সপ্তাহে এসে দর্শকরা সংলাপ বলা শুরু করেন। তখন মনে হলো অনেকে দ্বিতীয়বার ছবিটি দেখতে আসছেন।
এক মাস পর সিনেমাটির একটি সংলাপ রেকর্ড বের হয়, যেটা খুব জনপ্রিয় হয়। এরপরই সিনেমাটি ঘুরে দাঁড়ায়। গব্বর সিং চরিত্র ভয়ংকর হলেও খুব জনপ্রিয় হয়ে ওঠে।
‘শোলে’ টানা পাঁচ বছরের বেশি মিনার্ভা হলে চলে। তিন বছর নিয়মিত শো, দুই বছর ম্যাটিনি শো। ২৪০তম সপ্তাহেও হলে ভিড় ছিল প্রচুর। পাকিস্তানেও সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে।
‘শোলে’ মানুষের মনে এত জায়গা করে নিয়েছে কেন? অমিতাভ বচ্চনের উত্তর, ‘অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়। আর সবচেয়ে বড় কথা, তিন ঘণ্টায় ন্যায়বিচার! যা আপনি আর আমি আজীবনে না–ও পেতে পারি।’
তথ্যসূত্র: বিবিসি
১৫ আগস্ট ১৯৭৫। ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউড ইতিহাস। ‘ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণের ডাকাত ধরার গল্প বলিউডের নতুন ইতিহাস রচনা করে। সেই সিনেমা ‘শোলে’ মুক্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে চলতি বছর। ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত হিন্দি এই সিনেমাটি মুক্তির ৫০ বছর পর আবার বড় পর্দায় আসছে।
১৯৭৫ সালে রমেশ সিপ্পির নির্মিত এই কালজয়ী সিনেমা এবার পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। এতে রয়েছে সিনেমার আসল শেষাংশ ও কিছু বাদ দেওয়া দৃশ্য। নতুন এই সংস্করণটি ইতালির বোলোনিয়ায় বৃহস্পতিবার ইল সিনেমা রিট্রোভাতায় প্রথমবার দেখানো হয়।
সালিম-জাভেদ এই ছবির কাহিনিকার। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরী, সঞ্জীব কুমার ও ‘গব্বর সিং’ চরিত্রে আমজাদ খান। এর কাহিনি পশ্চিমা ও জাপানি সিনেমার আদলে পুরোপুরি ভারতীয় আবহে তৈরি।
২০৪ মিনিটের এই ছবিটিতে ভালো-খারাপের চিরায়ত লড়াই দেখানো হয়েছে। রামগড় নামের এক কাল্পনিক গ্রামে দুই চোর—জয় ও বীরুকে ডাকাত গব্বর সিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়োগ দেন এক সাবেক পুলিশ সদস্য। তার নাম ঠাকুর বলদেব সিং।
মুক্তির পর ‘শোলে’ মুম্বাইয়ের মিনার্ভা হলে টানা পাঁচ বছর চলে। সিনেমাটি বিবিসি ইন্ডিয়ার জরিপে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এটিকে ভারতের সেরা সিনেমা ঘোষণা করে। এই সিনেমার গান ও সংলাপের ক্যাসেট ও রেকর্ড অর্ধমিলিয়নের বেশি বিক্রি হয়েছিল। এটি শুধু একটি সিনেমা নয়, বরং হয়ে উঠেছে সংস্কৃতির প্রতীক। এর সংলাপ বিয়েতে বলা হয়, রাজনীতিতে ব্যবহার করা হয়, এমনকি বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়।
ধর্মেন্দ্র বলেছেন ‘শোলে’ বিশ্বের অষ্টম আশ্চর্য। অমিতাভ বচ্চন বলেছেন, ‘এই সিনেমা শুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে, তবে এটা আমার জীবনের এক স্মরণীয় সময় ছিল।’ শিবেন্দ্র সিং দুংগারপুর জানান, এবারকার সংস্করণই সবচেয়ে আসল ও সম্পূর্ণ। এখানে মূল শেষাংশ ও বাদ দেওয়া দৃশ্যগুলো রয়েছে।
প্রথমে সিনেমার শেষাংশে ঠাকুর গব্বরকে হত্যা করতো। কিন্তু সেন্সর বোর্ড এতে আপত্তি করে। তারা মনে করেছিল সাবেক একজন পুলিশ এভাবে আইন নিজের হাতে নিতে পারে না। ওই সময় দেশে জরুরি অবস্থা চলছিল, তাই সেন্সরের নিয়ম ছিল কড়া। শেষে রমেশ সিপ্পি সিনেমার শেষাংশ পরিবর্তন করেন। দেখান, গব্বর ধরা পড়ে, মারা যায় না। তারপরই সিনেমাটি সেন্সরের ছাড়পত্র পায়।
‘শোলে’ সিনেমার পুরোনো প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল। ক্যামেরার নেগেটিভও অনেক খারাপ ছিল। ২০২২ সালে রমেশ সিপ্পির ছেলে শহজাদ সিপ্পি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে পাওয়া যায় ছবির মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ।
এরপর যুক্তরাজ্য থেকেও কিছু রিল পাওয়া যায়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও ইতালির লা ইমাজিনে রিট্রোভাতার সাহায্যে ছবির সব অংশ জোড়া লাগানো হয়। এমনকি এই সিনেমায় ব্যবহৃত আসল ক্যামেরাটিও উদ্ধার করা হয়।
প্রথম মুক্তির সময় ‘শোলে’ তেমন প্রশংসা পায়নি। অনেক সমালোচক সিনেমাটি ব্যর্থ বলেছিলেন। ইন্ডিয়া টুডে এটিকে বলেছিল ‘নিভে যাওয়া কয়লা।’
ফিল্মফেয়ারের এক লেখক বলেছিলেন, ‘এটি না ঠিক ভারতীয়, না ঠিক পশ্চিমা।’
প্রথম সপ্তাহে হলে দর্শক ছিল নীরব। অনুপমা চোপড়া তার বইয়ে লিখেছেন, ‘দর্শকরা চুপচাপ বসে থাকতেন। হাসি, কান্না, হাততালি কিছুই ছিল না।’ তৃতীয় সপ্তাহে এসে দর্শকরা সংলাপ বলা শুরু করেন। তখন মনে হলো অনেকে দ্বিতীয়বার ছবিটি দেখতে আসছেন।
এক মাস পর সিনেমাটির একটি সংলাপ রেকর্ড বের হয়, যেটা খুব জনপ্রিয় হয়। এরপরই সিনেমাটি ঘুরে দাঁড়ায়। গব্বর সিং চরিত্র ভয়ংকর হলেও খুব জনপ্রিয় হয়ে ওঠে।
‘শোলে’ টানা পাঁচ বছরের বেশি মিনার্ভা হলে চলে। তিন বছর নিয়মিত শো, দুই বছর ম্যাটিনি শো। ২৪০তম সপ্তাহেও হলে ভিড় ছিল প্রচুর। পাকিস্তানেও সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে।
‘শোলে’ মানুষের মনে এত জায়গা করে নিয়েছে কেন? অমিতাভ বচ্চনের উত্তর, ‘অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়। আর সবচেয়ে বড় কথা, তিন ঘণ্টায় ন্যায়বিচার! যা আপনি আর আমি আজীবনে না–ও পেতে পারি।’
তথ্যসূত্র: বিবিসি
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে