আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিরপুরের মঞ্চে রোহিঙ্গা নারীর দুঃখগাথা

বিনোদন রিপোর্টার
মিরপুরের মঞ্চে রোহিঙ্গা নারীর দুঃখগাথা

ঢাকাই দর্শকদের জন্য মঞ্চনাটক মানেই বেইলি রোডের মহিলা সমিতি কিংবা সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি। প্রায় দেড় কোটি মানুষের এই শহরে সেটি সংখ্যার বিচারে যেমন অপ্রতুল, তেমনি যোগাযোগের ক্ষেত্রেও বড় কঠিন। ফলে উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর এমন বেশিরভাগ অংশের দর্শকের জন্য মঞ্চনাটক যেন অধরাই থেকে যায়। মূলত এমন ভাবনা থেকে মিরপুরে গড়ে উঠেছে মঞ্চনাটকের নতুন ঠিকানা ‘ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়াম’। মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টপেজ-সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশের বিল্ডিংয়ে এটি অবস্থিত।

ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়াম-সংশ্লিষ্টরা জানান, মিরপুর এলাকার নাট্যজনদের জন্য তারা এই অডিটোরিয়ামটি গড়ে তুলেছেন। চেষ্টা করছেন দেশের জনপ্রিয় দল ও নাটকগুলো ধারাবাহিকভাবে এই মঞ্চে তুলে ধরার। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার মিরপুরের ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়ামে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকটি মঞ্চস্থ হয়। যাতে উঠে আসে এক রোহিঙ্গা নারীর দুঃখগাথা।

বিজ্ঞাপন

জুয়েল কবির রচিত ও নির্দেশিত নাটকটি মঞ্চে ওঠে এদিন সন্ধ্যা ৭টায়। এতে একক অভিনয় করেন সাফিয়া খন্দকার রেখা। নির্দেশক জানান, এক ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির এই নাটকটির ইতোমধ্যে ১৪টি প্রদর্শনী হয়েছে। নাটকটির গল্প এমনÑতাসমিদা জোহর, এক রোহিঙ্গা মুসলিম নারী। মিয়ানমার আর্মিদের কাছে কিশোরী বয়সে নির্যাতিত হয়ে পুরো পরিবার নাফ নদী পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। সেখানেও সে নির্যাতনের শিকার হয়। কয়েক বছর বাংলাদেশে থাকার পর তার জীবনে প্রেমিক হিসেবে একজন আসে, সেও তাকে ফাঁদে ফেলে বিক্রি করে দেয় দালালের কাছে। এরপর আবার তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় ইউএনএইচসিআরের মাধ্যমে ভারতে। এভাবেই এক দেশ থেকে আরেক দেশ, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র...। অতঃপর ভারতের নারী পাচারকারী দল তাকে পাঠিয়ে দেয় ইউরোপের পণ্যবাহী জাহাজে। এরপর তাসমিদার জীবনের পরিসমাপ্তি ঘটে মধ্য সাগরে। নাটকটির মঞ্চ ও আলোকসজ্জায় জুনায়েদ ইউসুফ, রূপসজ্জায় তন্ময়, কোরিওগ্রাফিতে রুমি ইসলাম, সংগীতে আন্দালিব মোস্তফা লালন, আবহসংগীতে রবি ঘোষ, প্রপসে তৃষ্ণা রায় ও অতনু সোহাগ, পোশাকে রিবন খন্দকার, পোস্টার ডিজাইনে বিম্বিত বিভাবরী অনুসৃতা, নেপথ্যে রাবিন সুজন, মঞ্জু শিখা সেন গুপ্তা, তুষার চন্দন, আশিকুর রহমান চৌধুরী প্রমুখ। প্রযোজনা অধিকর্তা হিসেবে ছিলেন মোহাম্মদ রেজাউল করিম রেজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন