অবশেষে বলিউড সিনেমা প্রত্যাখ্যানের কারণ জানালেন মেহজাবীন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭: ৪৬

বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঢাকার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তিনি কাজটি ফিরিয়ে দেন। সেই ছবিতে যখন দেশের আরেক পরিচিত মুখ আজমেরী হক বাঁধনকে কাস্ট করা হয় তখন এ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। মেহজাবীন সে সময় বিষয়টি নিয়ে একেবারেই মুখ খোলেননি। এমনকি এই অভিনেত্রীকে যে কলকাতার বেশকিছু ছবিরও প্রস্তাব দেওয়া হয়েছিল সে কথাও এতদিন সামনে আসেনি।

এতদিন জানা যায়নি কলকাতার একজন সুপারস্টারের বিপরীতেও মেহজাবীন অভিনয়ের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছিলেন। এসব কথাও অবশেষে বেরিয়ে এসেছে সাম্প্রতিক এক পডকাস্টে এই তারকা অতিথি হয়ে এলে। সেই পডকাস্টে আরো জানা যায়, মেহজাবীনকে প্রস্তাব দেওয়া হয়েছিল কলকাতায় গত বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘বহুরূপী’ করার জন্য। কলকাতার অন্যতম জনপ্রিয় দুই নির্মাতা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ছবিটির সেই চরিত্রে পরে কৌশানী মুখার্জি অভিনয় করেন, যা রীতিমতো তার পড়তি ক্যারিয়ারের বাঁক বদলে দেয়। তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জনপ্রিয় ক্যাটাগরিতে মনোনয়নও পেয়েছিলেন।

বিজ্ঞাপন

এতগুলো ছবি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘আমি যদি মনে করি, যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেটি আমার সঙ্গে মানানসই তাহলেই কাজটি করি। আমি যে ধরনের কাজ করতে চাই কিংবা কাজ নিয়ে আমার দৃষ্টিভঙ্গি যা কারও সঙ্গে যদি তা মিলে যায় তবেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ভবিষ্যতে তেমন হলে অবশ্যই কাজ করব। কাজ করতে আমার কোনো গণ্ডি নেই।’

আর বলিউডের ‘খুফিয়া’ চলচ্চিত্রটি না করে কোনো আফসোস আছে কি না জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘ছবিটা মুক্তির পর আমরা যা দেখেছি তাতে আমার মনে হয়েছে, আমরা সেরা ভার্সনটাই দেখেছি। এটার আগে-পিছে কী গল্প আছে সেটাতে না যাই। পর্দায় তিনি (বাঁধন) যা করেছেন সেটা দুর্দান্ত। এটা তার জন্য যেমন সঠিক সিদ্ধান্ত, তেমনি আমি যে ছবিটি করিনি বা আরো যারা ছবিটির প্রস্তাব পেয়েছিলেন (নুসরাত ইমরোজ তিশা ও বিদ্যা সিনহা মিম) কিন্তু করেননি তাদের জন্যও সেই সিদ্ধান্তটি সঠিক।’

খুফিয়ায় আজমেরি হক বাঁধনকে দেখা যায় বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হয়েও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর জন্য কাজ করতে। একই সঙ্গে ছবিতে তাকে লেসবিয়ান হিসেবে উপস্থাপন করা হয়। যা ছবিটি মুক্তির পর বেশ আলোচনার জন্ম দেয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত