দুর্নীতিগ্রস্ত একজন দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা হঠাৎ সৎ হওয়ার পর বুঝতে পারেন, এখন তিনি নিজেই ‘সিস্টেমের গলার কাঁটা’ হয়ে উঠেছেন। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কাঁটা-২’।
রিয়াদ মাহমুদের পরিচালনায় নাটকটি বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘কাঁটা’ নাটকের সিকুয়েল। কমেডি ঘরানার এ নাটক নিয়ে রিয়াদ বলেন, 'গেল বছর ‘কাঁটা’ নাটকটি মুক্তির পর দর্শকদের ব্যাপক প্রশংসা পাই। সেই ধারাবাহিকতায় ‘কাঁটা-২’ নির্মাণের চিন্তা আসে। “প্রথম পর্বের দুর্নীতিবাজ কর্মকর্তা ফজলুকে ঘিরে এগিয়েছে এবারের পর্ব। ফজলুর ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্তে কী পরিণতি হয়, সেই গল্পই দেখা যাবে এই পর্বে। আশা করছি প্রথম পর্বের মতো এই পর্বটিও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।'
‘কাঁটা-২’ নাটকের গল্পে দেখা যাবে, ফজলু হঠাৎ সৎ হয়ে ওঠায় অফিসের ‘সিস্টেম’ ও পরিবার দুই দিকেই চাপে পড়ে যায় সে; ঘুষের টাকা ব্যাংকে থাকলেও সেই টাকা ব্যবহার না করায় অভাবে পড়তে হয় পরিবারকে। হঠাৎ করে ঘুষ নেওয়া বন্ধ করে দেওয়ায় তিনি নিজেই হয়ে ওঠেন অফিসেও ‘সিস্টেমের’ বাধা। বদলে যাওয়ায় নানা ভয়ভীতি দেখানো হয় ফজলুকে। শেষে প্রতারণা আর দুর্নীতির বিরুদ্ধে লড়তে ফজলুর পদক্ষেপেই এগিয়ে যাবে নাটকটি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, টুইংক, শাহেদ আলী, ইকবাল হোসেন, তুহিন, ফারুকসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

