১৮ টাকা মোবাইল রিচার্জেই দেখা যাবে ‘তাণ্ডব’, ‘উৎসব’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮: ২৬

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে গেল ঈদুল আযহায় মুক্তি পাওয়া দুটি সুপারহিট সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। তবে সিনেমাপ্রেমীদের জন্য আরো সুখবর হলো এই ২ সিনেমা দেখা যাবে মাত্র ১৮ টাকায়। আর এই সুযোগ করে দিচ্ছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। তাদের গ্রাহকরা মাত্র ১৮ টাকায় চরকিতে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখার সুযোগ পাবে। যারা সাবস্ক্রাইবার নন তারাও রবির মুভি প্যাক কিনে দেখতে পাবেন ’উৎসব’ এবং ’তাণ্ডব’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাই রবি অ্যাপ, রিচার্জ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ), ইউএসএসডি-র মতো একাধিক রবি প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮ টাকার মুভি প্যাক কিনলেই পাওয়া যাবে ৩০ দিনের সাবস্ক্রিপশন। অর্থাৎ মুভি প্যাক কেনার দিন থেকে পরের ৩০ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে দেখে নেয়া যাবে ’উৎসব’ ও ’তাণ্ডব’। ৭ আগস্ট থেকে চালু হয়েছে অফারটি, চলবে দুই মাস।

বিজ্ঞাপন

হেড অফ রবি মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ’রবি তার গ্রাহকদের সবসময় প্রিমিয়াম সেবা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের গ্রাহকদের প্রিমিয়াম বিনোদনের সঙ্গে যুক্ত করতে চেয়েছি। ডিজিটাল মাধ্যমে সারা দেশের রবি গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে সিনেমা দুটি উপভোগ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েছি আমরা। এই পদক্ষেপে যুক্ত হওয়ার জন্য চরকিকে ধন্যবাদ। আশা করছি গ্রাহকরাও উপভোগ করবেন সিনেমা দুটি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত