
নড়াইলে ৮ ফসলে প্রণোদনা পাচ্ছেন প্রায় ১৮ হাজার চাষি
রবি মৌসুমে নড়াইলে ৮ প্রকার ফসলের বিনামূল্যে ৭৭ টন শস্য বীজ পাচ্ছেন জেলার ১৭ হাজার ৯শো চাষী। রবি শস্য চাষাবাদে চাষিদের উৎসাহ বৃদ্ধিতে চলমান সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্রও প্রান্তিক চাষিদের মাঝে এসব শস্য বীজের পাশাপাশি সারও দেয়া হচ্ছে।



