আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিযোগিতা কমিশনে জিপির আবেদন নাকচ

আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে: গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার

আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে: গ্রামীণফোন

প্রতিযোগিতা লঙ্ঘনে করা অভিযোগের অনুসন্ধান ও বিচারে প্রতিযোগিতা কমিশনের এখতিয়ার নেই বলে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের করা অভিযোগ প্রত্যাহারে করা গ্রামীণফোনের আবেদন নাকচ করে দিয়েছেন কমিশন। আজ সোমবার রাজধানীর বোরাক টাওয়ারে গ্রামীণফোনে আবেদন খারিজ করে রবির পক্ষে রায় দিয়েছেন কমিশন চেয়ারম্যান এ এইচ এম আহসান। কমিশনের আরো তিন সদস্য হলেন-ড. আক্তারুজ্জামান তালুকদার, ওয়াহিদ হাসান শাহ ও আফরোজা বিলকিস রায়।

বিজ্ঞাপন

এই রায়ে বিচারক বলেছেন, প্রতিযোগিতা লঙ্ঘন করার বিষয় প্রতিযোগিতা কমিশনই খতিয়ে দেখবে। তদন্ত অনুযায়ী মামলা ও বিচার করতে কমিশনের কোনো বাধা। এটা বিটিআরসি’র বিষয় নয়। বিটিআরসি রেগুলেটরের ভূমিকা পালন করবে। আর প্রতিযোগিতা কমিশন বাজারে নেতিবাচক প্রভাব দূর করতে তদন্ত করে ব্যবস্থা নেবে।

এই রায়ের ফলে এখন প্রভাবশালী (SMP) অপারেটর হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার গ্রামীণ ফোন অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের চেষ্টা করছে বলে যে অভিযোগ করা হয়েছে তার তদন্ত সহসাই শুরু হবে। এজন্য শিগগিরই পরবর্তী শুনানির তারিখ দিয়ে তদন্তের বিষয় জানানো হবে। এছাড়া তদন্তে দোষ পেলে অপারেটরটির বিরুদ্ধে মামলাও করবে।

এদিকে, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এই রায়ের প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ‘আমরা জানতে পেরেছি যে একটি আদেশ জারি হয়েছে। তবে আমরা এখনও আদেশের কোনো প্রত্যয়িত অনুলিপি পাইনি, তাই এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও আমরা দৃঢ়ভাবে আবারও বলতে চাই, গ্রামীণফোন বাংলাদেশের প্রচলিত প্রতিযোগিতা আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামীণফোন কোনোভাবেই প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপে জড়িত নয়।

গ্রামীণফোন জানায়, মূল্য নির্ধারণ, বিপণন এবং বিতরণ সম্পর্কিত সকল অভিযোগ আমরা সুস্পষ্টভাবে অস্বীকার করি। আমাদের দেশের টেলিযোগাযোগ খাতটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিচালিত এই খাত ন্যায্য প্রতিযোগিতা, উন্মুক্ত বাজার এবং গ্রাহকের অধিকার নিশ্চিত করে। বিটিআরসি একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাজারে প্রবেশ, মূল্য নির্ধারণ এবং সকল প্রতিযোগিতামূলক কার্যক্রমের তদারকি করে থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...